১৯৩৯ সালের ২০ এপ্রিল যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন ব্রুকস। ৬০- দশকের গোড়ার দিকে চলচ্চিত্র এবং টেলিভিশনে নিজের যাত্রা শুরু করেন। ১৯৬০ সালে মিনিসিরিজ জুলিয়াস সিজার এবং দ্য সিক্রেট কিংডমে অভিনয় করে তাক লাগিয়ে দেন। ট্যাক্সি ছবিতে টেরি মিলসের ভূমিকায় অভিনয় করেন তিনি। তিনি সিডনি জেমসের বিপরীতে অভিনয় করে বাজিমাত করে দিয়েছিলেন। অপেরা করোনেশন স্ট্রিটে নরম্যান ফিলিপস চরিত্রে অভিনয় দর্শক মনে রেখেছে আজও।
advertisement
ব্রুকসের অন্যান্য অভিনয়ের কৃতিত্বের মধ্যে ছিল টু থাউজেন্ড একরস অফ স্কাই , গ্রোয়িং পেইন , দ্য পিকউইক পেপারস, ডেথ অফ অ্যান এক্সপার্ট উইটনেস, কিং রোলো, টু পিপল, জ্যাকানোরি, রুমস, পাথফাইন্ডারস, ব্ল্যাক অ্যান্ড ব্লু, আ থিংকিং ম্যান অ্যাজ হিরো , অরেঞ্জেস অ্যান্ড লেমনস , অ্যালিস’স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড, আইটিভি স্যাটারডে নাইট থিয়েটার , ডুমওয়াচ , জেড কারস , বয় মিটস গার্ল , দ্য অ্যাভেঞ্জার্স, ক্যাথি কাম হোম , পাবলিক আই , ইমার্জেন্সি-ওয়ার্ড ১০ , দ্য সুলাভান ব্রাদার্স এবং ওয়াল্টার অ্যান্ড কনি।