TRENDING:

Arijit Singh Restaurant: গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন সকলে

Last Updated:
গায়ক অরিজিৎ-এর হোটেলে যে একবার আসে বারবার তাকে আসতে হয় পাত পেরে চেঁটে পুটে খেতে। দৈনিক দুপুরে ভিড় জমান বহু ছাত্র ও ছাত্রীরা। কলেজের পাশেই অবস্থিত এই হেঁশেল। সেখানেই দুপুরে খাবার খেতে আসে কলেজের পড়ুয়ারা।
advertisement
1/7
গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন
মুর্শিদাবাদ: দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার ভুমি পুত্র গায়ক অরিজিৎ সিং। যাকে এক নামে সবাই চেনে। কিন্তু জানেন কি তার গান বাদে সামাজিক কর্মকান্ডে জড়িত তিনি। সঙ্গীত জগতে তাঁর খ্যাতির পাশাপাশি এবার তাঁর পারিবারিক রেস্টুরেন্ট হেঁশেলের সুনাম বাড়ছে গোটা রাজ্য জুড়ে। জেলা, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জের হেঁশেলের সুখ্যাতি।  (কৌশিক অধিকারী)
advertisement
2/7
একদা নবাবের জেলা মুর্শিদাবাদ। আর সেই ইতিহাসের আকর খনি হিসাবে দেশ বিদেশে নাম রয়েছে নবাব নগরী তথা বাংলা-বিহার-ওডিশার এক সময়ের রাজধানী মুর্শিদাবাদেরও। আজকে নবাব নেই রাজত্ব নেই, কিন্তু নাম ও সুনাম অর্জন করেছেন জিয়াগঞ্জের ভুমি পুত্র গায়ক অরিজিৎ সিং।
advertisement
3/7
ইতিহাসের টানে প্রতি বছর প্রায় বহু পর্যটক মুর্শিদাবাদে পা রাখেন। তার মধ্যে বিদেশের পর্যটক রয়েছেন প্রায় অনেকগুন। দেশ বিদেশের পর্যটকরা লালবাগে পা রাখলেই তাঁদের অনেকে সঙ্গীত শিল্পীর টানে পৌঁছে যান লালবাগ থেকে পাঁচ কিমি দূরে জিয়াগঞ্জে।অরিজিৎ-এর পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'-এ।
advertisement
4/7
সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দেশ বিদেশের অতিথিদের সামলান অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং এবং হোটেলের ম্যানেজার রাজু। যদিও শহরে থাকলে মাঝে মাঝে পা রাখেন রেস্তারাঁতে অরিজিৎ নিজেও। তাই হেঁশেল-এ আগত অনেক অতিথিই যান কেশরিয়া গায়ককে দেখার আশায়।
advertisement
5/7
গায়ক অরিজিৎ-এর নামে খ্যাত এই রেস্তোরাঁর খাবারের দাম একেবারেই পকেটসই। হেঁশেল-এ রয়েছে পড়ুয়াদের জন্য বিশেষ ছাড়। সোম থেকে শনিবার পড়ুয়াদের পরিবেশন করা হয় ৩০ টাকার ভেজ থালি। বর্তমানে মেনু তালিকা বাড়িয়ে ভেজ থালি ৪০ টাকা করা হয়েছে। পড়ুয়াদের মধ্যে পার্সেলের ব্যবস্থাও রয়েছে।
advertisement
6/7
তবে গায়ক অরিজিৎ-এর হোটেলে যে একবার আসে বারবার তাকে আসতে হয় পাত পেরে চেঁটে পুটে খেতে। দৈনিক দুপুরে ভিড় জমান বহু ছাত্র ও ছাত্রীরা। কলেজের পাশেই অবস্থিত এই হেঁশেল। সেখানেই দুপুরে খাবার খেতে আসে কলেজের পড়ুয়ারা।
advertisement
7/7
পাশাপাশি সন্ধ্যার পর থেকেই ভিড় জমে সাধারণ মানুষের। যদিও গায়ক অরিজিৎকে দেখা যায়না এই হেঁশেলে। তবে পারিবারিক এই হেঁশেল আজকে খুব জনপ্রিয় করেছে আম জনতার কাছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh Restaurant: গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন সকলে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল