এদিন সকালেই হার্ট অ্যাটাক হয় তাঁর। তারপরেই বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমারকে। কর্নাটক সরকারের তরফে তখনই সমস্ত জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করতে বলা হয় যাতে, ভক্তরা কোথাও জড়ো হয়ে নিরাপত্তা বিঘ্নিত হয়। বাড়িতেই সকালে বুকে ব্যথা অনুভব হয় তাঁর। স্থানীয় ক্লিনিকে নিয়ে গিয়ে তাঁর ইসিজি করানো হয়। রিপোর্টেই ধরা পড়ে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গেই তাঁকে বিক্রম হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। মাঝরাস্তাতেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
advertisement
আরও পড়ুন: মুক্তির আগেই মৃত্যু! সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিলের একসঙ্গে শেষ মিউজিক ভিডিও লিক, দেখুন
হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই কোনও জ্ঞান ছিল না পুনীতের। দুপুরে এই খবর ছড়িয়ে পড়তেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'কন্নড় তারকা শ্রী পুনীত রাজকুমারের হার্ট অ্যাটাকে মৃত্যুর খবরে আমি গভীর ভাবে শোকাহত। কন্নদীগরদের প্রিয় অভিনেতা অপ্পুর মৃত্যু কর্নাটক ও কন্নড়দের জন্য বিশাল ক্ষতি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁর ভক্তদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন তিনি।'
আরও পড়ুন: 'তু মেরা হ্যায়', সিদ্ধার্থের মৃত্যুর পরে শেহনাজের প্রথম পোস্ট দেখে আবেগপ্রবণ নেটিজেন
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউডের অসংখ্য অভিনেতা এদিন পুনীত রাজকুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তালিকায় রয়েছেন চিরঞ্জীবী, লক্ষ্মী মানচু, মহেশ বাবু, সুধীর বাবু, দুলকির সলমান, পূজা হেগড়ে, হংসিকা, সোনু সুদ। প্রবীণ অভিনেতা রাজকুমারের ছেলে ছিলেন পুনীত। ফ্যানেরা তাঁকে অপ্পু নামেই বেশি ভালোবাসতেন। তাঁর দাদা শিবা রাজকুমারও বড় অভিনেতা।