সিদ্ধার্থকে সব সময়ই আগলে রাখতেন শেহনাজ। ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গে অশান্তির সময় শেহনাজ সব সময়ই সিদ্ধার্থের পাশে থাকতেন। একাধিক বার শো-তে তাঁদের ঘনিষ্ঠ অবস্থাতে দেখাও গিয়েছে। সূত্রের খবর, তাঁরা নাকি বিয়েও করবেন ভেবেছিলেন। গত মাসে টেলিভিশনের রিয়ালিটি শো ডান্স দিওয়ানে ৩ ও বিগ বস ওটিটি-তে দেখা গিয়েছিল এই জুটিকে। রিয়ালিটি শো-তেও পারফর্ম করেছিলেন তাঁরা একসঙ্গে।
গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত সিদ্ধার্থ শুক্লা। এই খবর পেয়েই শ্যুটিং বন্ধ করে দেন শেহনাজ। সেখান থেকে বেরিয়ে যান তিনি। একটি সংবাদমাধ্যমকে শেহনাজের বাবা সনতোখ সিং সুখ জানিয়েছিলেন, 'আমার শরীর ভালো নেই। কথা বলতে পারব না। বিশ্বাস করতে পারছি না যে সিদ্ধার্থ নেই।' শেহনাজের প্রসঙ্গে তিনি বলেন, 'শেহনাজ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর ভাই শেহবাজ ইতিমধ্যেই দিদির বাড়িতে চলে গিয়েছেন।'