আরও পড়ুন বিয়ের ৬ বছর পর মা হচ্ছেন বিপাশা, baby shower-এ চোখ দিয়ে টপটপ করে জল পড়ল নায়িকার
তিনিই ইন্ডাস্ট্রি৷ তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হিসেবে নয়, ফিল্মি দুনিয়ায় নিজের জায়গা নিজেই তৈরি করেছেন সকলের প্রিয় বুম্বাদা৷ ৯ দশকের শুরু দিকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ শুরুর দিক থেকেই তিনি হিট৷ যদিও তখন লড়াইটা ছিল অন্য মাত্রায়৷ পরিকাঠামোর দিক থেকে ইন্ডাস্ট্রি তখন উন্নত ছিল না৷ সেই সময় থেকেই তিনি বাংলা ছবিতে তাঁর দাপট দেখাতে শুরু করেন৷ তারপর ধীরে ধীরে বেড়েছে তাঁর রাজত্ব৷ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নিজেকে বদলেছেন বুম্বাদা৷ গ্রাম বাংলা থেকে শহুরে দর্শক, সকলের কাছে সমানভাবে রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা৷ আজ প্রসেনজিৎ পা দিলেন ৬০
advertisement
বছরে৷
এবারও পুজোতে রয়েছে তাঁর ছবি কাছে মানুষ৷ দেব-প্রসেনজিতের এই ছবির নিয়ে অনেক আশা রয়েছে৷ করোনা পরবর্তী সময় যখন ছবির ব্যবসার দিকে তাকিয়ে প্রযোজকরা, তখন মাল্টিস্টারার ছবির প্রতি জোর দেওয়া হচ্ছে৷ ফলে পুজোর সময় প্রসেনজিৎ-দেবের এই ছবি নিয়ে অনেক আশা থাকছে৷
সিনেমাই তাঁর ধ্যান-জ্ঞান৷ সিনেমাকে নিয়ে বাঁচেন তিনি৷ বাংলা ছবিকে ঘিরেই তাঁর জীবন৷ সিনেমাকে নিয়ে যেমন এগিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তেমনই বাংলা ছবিও তাঁর ঝুলি ভরে দিয়েছে৷ তাঁকে নাম-খ্যাতি সব দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রি৷ দু’জনে যেন একে অপরের পরিপূরক৷ সেই বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম আইকনের জন্মদিনে তাঁর প্রতি রইল নিউজ১৮ বাংলার শুভেচ্ছা৷ ভাল থাকুন বুম্বাদা৷