TRENDING:

মাথায় নকল চুল, পরনে শাড়ি, রাণু মণ্ডলকে কপি করে বিতর্কে অভিনেতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে সোজা বলিউডে ৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে রাণু মণ্ডলের নাম এখন ঘরে ঘরে ৷ কেউ কেউ রাণুর এই ভাগ্য পরিবর্তনকে প্রশংসা করছেন, কেউ কেউ আবার রাণুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি করতেও ছাড়ছেন না ৷ যেমন, একদিকে রাণুর ভাইরাল হওয়ার পর বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া রাণুর গান শুনে সঙ্গে সঙ্গে সুযোগ দিয়েছেন তাঁকে ৷ এমনকী, শোনা যাচ্ছে রাণুর গান শুনে বলিউডের দাবাং খান সলমন নাকি ৫৫ লাখ টাকার বাড়িও দিয়েছেন তাঁকে ৷ রানাঘাটের মানুষজন তো রাণু বলতেই মত্ত৷
advertisement

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এমনও অনেক মানুষ রয়েছেন যাঁরা রাণুকে নিয়ে খিল্লি করতেই মত্ত ৷ এই যেমন ওড়িয়া সিনেমার জনপ্রিয় মুখ তৎওয়া প্রকাশ সতপতি ৷ যিনি রাণুকে নিয়ে এক মিম ভিডিও তৈরি করে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যালে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন নায়ক সতপতি ৷ মাথায় নকল সোনালি চুল ৷ আর সেইভাবে সেজে রাণুর গানের সঙ্গে লিপসিঙ্ক করলেন নায়ক সতপতি ৷

advertisement

আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল ৷ আর তা নিয়ে শুরু সমালোচনা ৷ তবে শুধুই সমালোচনা নয়, রাণু মণ্ডলকে নিয়ে খিল্লি করায় অভিনেতার নামে অভিযোগও দায়ের হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গোটা কাণ্ড নিয়ে অভিনেতা সতপতি জানিয়েছেন, ‘গোটা ব্যাপারটাই মজা করে ৷ কাউকে ছোট করার জন্য নয় ৷ তবে আমার এই ভিডিও প্রশংসিত হয়েছে ৷ তবে যদি আমার ভিডিও কাউকে আঘাত করে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথায় নকল চুল, পরনে শাড়ি, রাণু মণ্ডলকে কপি করে বিতর্কে অভিনেতা