বিয়ের তিন বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন অভিনেতা ওম৷ ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি মিষ্টি ক্যাপশন৷ ছবিতে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চরম আদরে মত্ত ওম-মিমি৷ স্ত্রীর মুখ থেকেই কেক খাচ্ছেন অভিনেতা৷ অন্তরঙ্গ মুহূর্তের সেই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক৷
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
বিবাহবার্ষিকীর দিন লাল টকটকে শাড়ি, স্লিভলেস ব্লাউজ,গলায় সেট পরে রেড হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী৷ অন্যদিকে কালো রঙের পোশাকে দেখা গিয়েছেন ওমকে৷ মুহূর্তের মধ্যে ওম ও মিমির এই মিষ্টি মুহূর্তের ছবি মন কেড়েছে ভক্তদের৷ সকলেই কমেন্টে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন ওম সাহানি৷