ব্যাঙ্গালোরের ইত্তমাডুর বাড়িতে থাকাকালীন হঠাৎই বুকে ব্যথা ও অস্বস্তি শুরু হয় নীথিনের৷ তারপরই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে৷ হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীথিন৷ জানা গিয়েছে, গোপী চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না৷ তারপরেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ গোপীর মৃত্যুতে ইন্ডাস্ট্রির সকলেই মর্মাহত৷ সকলেই ওনার আত্মার শান্তি কামনা করেছেন৷
advertisement
আরও পড়ুন-অকালেই চলে গেলেন আমির! শোকের ছায়া বিনোদন জগতে, রেখে গেলেন স্ত্রী-সন্তানকে
আরও পড়ুন-রেখার সঙ্গে অন্তরঙ্গতায় মত্ত অমিতাভ! চরম ঘনিষ্ঠতা মানতে পারেননি জয়া, তারপর…
শিশু অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নীতিন৷ তারপরই একাধিক হিট ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন নীতিন৷ অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও কাজ শুরু করেন তিনি৷ হর হর মহাদেব এবং পুনর্বিবাহের মতো সিরিয়াল পরিচালনা করেছিলেন তিনি৷ সূত্র থেকে জানা গিয়েছে, নীথিন তার পরবর্তী বিগ বাজেটের প্রজেক্টের কাজ শুরু করেছিলেন৷ এত কম বয়সে অকালে মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ৷