Amitabh Rekha: রেখার সঙ্গে অন্তরঙ্গতায় মত্ত অমিতাভ! চরম ঘনিষ্ঠতা মানতে পারেননি জয়া, তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Amitabh Rekha: অমিতাভের সঙ্গে রেখার ঘনিষ্ঠ দৃশ্য দেখে জয়ার চোখ দিয়ে সমানে জল ঝরছিল অঝোর ধারায়।যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়।
advertisement
advertisement
advertisement
সালটা ১৯৭৮। 'মুকদ্দর কা সিকান্দর' ছবিই নাকি শেষ ছবি আগামী তিন বছরের জন্য। কানাঘুষোতে শুনেছেন অমিতাভ আর কোনও ছবি করবেন না তার সঙ্গে । তবে এর কোনও কারণ জানা ছিল না রেখার। ঠিক এই সময়েই প্রথমসারির পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার কথা তুলে ধরেছিলেন রেখা। এমনকী জয়া দেখেও তিনি কষ্ট পেয়েছিলেন, সেটাও জানিয়েছিলেন সাক্ষাৎকারে।
advertisement
রেখা আরও জানিয়েছিলেন,'মুকদ্দর কা সিকান্দর' ছবিটি মুক্তির আগে গোটা বচ্চন পরিবারের জন্য ছবিটির আগাম স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রজেকশনের ঘরে আমিও ছিলাম। জয়া সামনের সিটে বসেছিল। আমার আর অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে জয়ার চোখ দিয়ে সমানে জল ঝরছিল অঝোর ধারায়। তারপরই রেখাকে সবাই বলেছিল অমিতাভ আর তার সঙ্গে ছবি করবেন না। এমনকী এ ব্যাপারে নাকি প্রযোজকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।