ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে মোহিত ক্যাপশনে লিখেছেন, 'ভালোবাসা কোনও সীমারেখা মানে না, সব বাধা পেরিয়ে যায়, বেড়া টপকে যায়, লক্ষ্যে পৌঁছনোর জন্য সব করে, অনেক আশার সঞ্চার করে। সেই আশা ও আমাদের বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করছি। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন।-- অদিতি ও মোহিত'। মোহিতের বিয়ের এমন সুন্দর ছবি দেখে স্বাভাবিক ভাবেই কমেন্টবক্সে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: প্লাস সাইজেও ফ্যাশনিস্তা বিদ্যা বালন, দেখুন নায়িকার হট লুক!
হিন্দি টেলিভিশন এবং সিনেমার জগতে জনপ্রিয় মুখ মোহিত রায়না। টেলিভিশনে দেবো কে দেব মহাদেব, বন্দিনী, গঙ্গা কি ধীজ, চেহরে, চক্রবর্তী অশোক সম্রাট করেছেন মোহিত। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে আদিত্য ধরের 'উরি দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবিতে ভিকি কৌশলের দাদার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুন: নতুন বছর নতুন জুটি! বলিউডের আগামী ছবিতে দারুণ সব চমক, দেখুন
গত বছর মুম্বই ডায়েরিজ ২৬/১১ করেছিলেন মোহিত রায়না। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কঙ্কনা সেন শর্মা, ম্রুণময়ী দেশপান্ডে, নাতাশা ভরদ্বাজ ও সত্যজিৎ দুবে। এর পর রাধিকা মদন, সানি কৌশল ও ডায়না পেন্টির সঙ্গে শিদ্দত ছবিতেও অভিনয় করেছেন মোহিত।