আরও পড়ুনঃ স্ত্রীকে ঘরে ফেরানো নিয়ে বিবাদ, মগরাহাটে মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
অভিযোগে উল্লেখ, অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রী হঠাৎ করেই মঞ্চে উঠে কোনও পূর্বসূচনা বা ব্যাখ্যা ছাড়াই মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে মিমিকে মঞ্চ ছাড়তে বলেন। পরিস্থিতি উত্তপ্ত না করতে অভিনেত্রী নীরবে মঞ্চ ত্যাগ করেন। তবে এরপর মাইক্রোফোনে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয় বলে অভিযোগ।
advertisement
ঘটনাটিকে গুরুতর অপমান ও পেশাগত মর্যাদাহানির বলে উল্লেখ করে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন মিমি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, শিল্পীর সম্মান ও পেশাদারিত্ব কোনওভাবেই আপসযোগ্য নয়।
অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিযোগ প্রসঙ্গে বনগাঁ নয়া গোপালগঞ্জের অনুষ্ঠান আয়োজকেরা বলেন, ‘আমাদের অনুষ্ঠানের পুলিশ পারমিশন ছিল ১২ পর্যন্ত। ফলে ১২ : ১০ নাগাত মিমি চক্রবর্তীকে অনুষ্ঠান শেষ করতে বলে হয় সম্মানের সহিত।’ মিমি চক্রবর্তীকে কোনরকম অপমানজনক ব্যবহার করা হয়নি বলেও দাবি করেছেন তাঁরা। মিমি চক্রবর্তী সামাজিক মাধ্যমে যা লিখেছেন তা এই এলাকার এবং বনগাঁর অপমান বলে দাবি করেছেন উদ্যোক্তারা।
অনিরুদ্ধ কির্তনীয়া
