সম্প্রতি ছেলেকে নিয়ে উত্তরবঙ্গ সফরে যান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ‘বন্দে ভারত এক্সপ্রেসে’ চড়ে মোটেও খুশি হননি অভিনেতা। উল্টে বন্দে ভারত নিয়ে সমালোচনা করেন জয়জিৎ। জয়জিতের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয় সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন: ভেঙেছে দীর্ঘ ১৮ বছরের সংসার, এরই মাঝে বোল্ড লুকে তাক লাগালেন পর্দার ‘অঙ্গুরী ভাবী’!
advertisement
তবে এবার সমস্ত বিতর্কের অবসান করে ফের নিজের ফেসবুক থেকে আরেকটি পোস্ট শেয়ার করেছেন জয়জিৎ। অভিনেতা লিখেছেন, "দাদা দিদির ভক্তদের এই এক সমস্যা। তাঁদের আমলে জনগণের অর্থে তৈরী করা সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাদের জ্বলে। নিজের গাঁটের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা ট্রেনে উঠে শক্ত সিটে শরীর ব্যাথা করলে বা ট্রেনের খাবারে গন্ধ পেলে (যা ট্রেনের কর্মচারীরা মেনে ক্ষমাও চান ও সমস্যা মিটেও যায় ) তাঁদের হেব্বি চুলকোয়। তা চুলকোক। তাঁরা পদলেহন করুক। আমার তাতে কিস্যু যায় আসে না। আমি গরুর দুধে সোনা খুঁজি না, আর চাকরি বেচে পয়সা রোজগার করি না৷ আমার মতামত আমি দেব৷ তাতে আমার দাড়িও বাড়বে না, হাওয়াই চটির রং-ও বদলাবে না। যত্তসব। বন্দে মাতরম।"
জয়জিতের এই পোস্টে সমর্থন করেছেন অনেকেই। বন্দে ভারতের খাবার নিয়েও সমালোচনা করেছেন বহু নেটিজেন।