TRENDING:

Joyjit Banerjee: বিস্ফোরক জয়জিতের পাল্টা পোস্ট, লিখলেন, ‘সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাঁদের জ্বলে’

Last Updated:

‘সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাঁদের জ্বলে’ পাল্টা পোস্টে জয়জিৎ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট জগতে।  নিজের ফেসবুক প্রোফাইল থেকে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অভিনেতা। নিজের বক্তব্যে রেখেছেন একাধিক রাজনৈতিক খোঁচা।  অভিনেতার সেই পোস্ট ঘিরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
advertisement

সম্প্রতি ছেলেকে নিয়ে উত্তরবঙ্গ সফরে যান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ‘বন্দে ভারত এক্সপ্রেসে’ চড়ে মোটেও খুশি হননি অভিনেতা। উল্টে বন্দে ভারত  নিয়ে সমালোচনা করেন জয়জিৎ। জয়জিতের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয় সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন: ভেঙেছে দীর্ঘ ১৮ বছরের সংসার, এরই মাঝে বোল্ড লুকে তাক লাগালেন পর্দার ‘অঙ্গুরী ভাবী’!

advertisement

তবে এবার সমস্ত বিতর্কের অবসান করে ফের নিজের ফেসবুক থেকে আরেকটি পোস্ট শেয়ার করেছেন জয়জিৎ।  অভিনেতা লিখেছেন, "দাদা দিদির ভক্তদের এই এক সমস্যা। তাঁদের আমলে জনগণের অর্থে তৈরী করা সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাদের জ্বলে। নিজের গাঁটের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা ট্রেনে উঠে শক্ত সিটে শরীর ব্যাথা করলে বা ট্রেনের খাবারে গন্ধ পেলে (যা ট্রেনের কর্মচারীরা মেনে ক্ষমাও চান ও সমস্যা মিটেও যায় ) তাঁদের হেব্বি চুলকোয়। তা চুলকোক। তাঁরা পদলেহন করুক। আমার তাতে কিস্যু যায় আসে না। আমি গরুর দুধে সোনা খুঁজি না, আর চাকরি বেচে পয়সা রোজগার করি না৷ আমার মতামত আমি দেব৷ তাতে আমার দাড়িও বাড়বে না, হাওয়াই চটির রং-ও বদলাবে না। যত্তসব। বন্দে মাতরম।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

জয়জিতের এই পোস্টে সমর্থন করেছেন অনেকেই। বন্দে ভারতের খাবার নিয়েও সমালোচনা করেছেন বহু নেটিজেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Joyjit Banerjee: বিস্ফোরক জয়জিতের পাল্টা পোস্ট, লিখলেন, ‘সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাঁদের জ্বলে’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল