Shubhangi Atre: ভেঙেছে দীর্ঘ ১৮ বছরের সংসার, এরই মাঝে বোল্ড লুকে তাক লাগালেন পর্দার ‘অঙ্গুরী ভাবী’!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Angoori Bhabhi aka Shubhangi Atre Personal Life: এরই মধ্যে ইনস্টাগ্রামের পাতায় একেবারে বোল্ড লুকে ধরা দিলেন সুন্দরী শুভাঙ্গী। সাহসী ভঙ্গিতে হাসি মুখে পছন্দের অভিনেত্রীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। ছবিটি নেটমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন টেলি অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। তাঁর ১৮ বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে বিস্তর চর্চা চলছে নেটদুনিয়ায়। এরই মধ্যে ইনস্টাগ্রামের পাতায় একেবারে বোল্ড লুকে ধরা দিলেন সুন্দরী শুভাঙ্গী। সাহসী ভঙ্গিতে হাসি মুখে পছন্দের অভিনেত্রীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। ছবিটি নেটমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। Photo: Instagram
advertisement
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, “আমি আর পীযূষ এই সম্পর্কটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। আমরা বিগত ১ বছর ধরে এক ছাদের তলায় থাকছি না। আসলে যে কোনও বিয়ে বা সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব থাকাটা অত্যন্ত জরুরি। প্রতিটি উপায়ে সম্ভাব্য সব কিছু চেষ্টা করার পরেই আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছি। (Photo: Instagram)”
advertisement
advertisement
তবে ১৮ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই ইনস্টাগ্রামে একটি কালো শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন শুভাঙ্গী। কালো শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে রজনীগন্ধা হাতে ক্যামেরাবন্দি হয়েছেন শুভাঙ্গী। বোল্ড অবতার হলেও তাঁর ঠোঁটের কোণে লেগে থাকা চিলতে হাসিই বুঝিয়ে দেয় যে, হাসিমুখেই ভবিষ্যতের মুখোমুখি চান তিনি।
advertisement