সাগরপাড়ে হেঁটে চলেছেন জিতু৷ আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব৷ জিতুর এই কথাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে৷ বিচ্ছেদের মধ্যে এ কেমন পোস্ট করলেন জিতু, তা নিয়েও চিন্তা বাড়ছে৷ ভিডিওর ক্যাপশনে লেখা-এটাই সত্যি৷ ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
আরও পড়ুন-কোথায় হতে চলেছে পরিণীতি-রাঘবের রাজকীয় রিসেপশন পার্টি? ফাঁস হয়ে গেল ভেন্যু
আরও পড়ুন-হাতে শাখা-পলা, তবে কি আবারও…ডিভোর্সের মধ্যে নবনীতার নয়া রূপে বাড়ছে জল্পনা
নবনীতা ও জিতুর দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ জিতু-কমলের বিবাহ-বিচ্ছেদের ঘটনায় ভক্তদের সকলেরই মন ভেঙেছে৷ তার মধ্যে এমন পোস্ট নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভক্তদের৷ কালো শর্টস ও সাদা টি-শার্ট পরে মাঝসমুদ্রে দাঁড়িয়ে হঠাৎ কেন একথা বলছেন তা নিয়ে চর্চা বাড়ছে৷ বর্তমানে নবনীতার থেকে আলাদাই থাকছেন অভিনেতা৷ তবে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পরও নবনীতারে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা৷ নিজের মন খারাপের প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে চলেছেন তিনি৷ তবে ডিভোর্স নিয়ে একেবারে স্পিকটি নট অভিনেতা৷