TRENDING:

Jeetu-Nabanita Divorce: 'আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে চলে যাব', বিচ্ছেদের মধ্যে এসব কী বলছেন জিতু? বাড়ছে চিন্তা

Last Updated:

Jeetu-Nabanita Divorce: আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব৷ জিতুর এই কথাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জিতু কমল ও নবনীতা দাসকে নিয়ে চর্চা বেড়েই চলেছে৷ এই মুহূর্তে সিনেমার শ্যুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন জিতু কমল এবং নবনীতা রয়েছেন কলকাতায়৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গত কয়েক মাস ধরেই আলাদাও থাকছেন তাঁরা৷ এই সময়ে দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করে চলেছেন যা নিমেষে ভাইরাল হয়েছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জিতু, যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
advertisement

সাগরপাড়ে হেঁটে চলেছেন জিতু৷ আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব৷ জিতুর এই কথাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে৷ বিচ্ছেদের মধ্যে এ কেমন পোস্ট করলেন জিতু, তা নিয়েও চিন্তা বাড়ছে৷ ভিডিওর ক্যাপশনে লেখা-এটাই সত্যি৷ ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

advertisement

আরও পড়ুন-কোথায় হতে চলেছে পরিণীতি-রাঘবের রাজকীয় রিসেপশন পার্টি? ফাঁস হয়ে গেল ভেন্যু

আরও পড়ুন-হাতে শাখা-পলা, তবে কি আবারও…ডিভোর্সের মধ্যে নবনীতার নয়া রূপে বাড়ছে জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নবনীতা ও জিতুর দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ জিতু-কমলের বিবাহ-বিচ্ছেদের ঘটনায় ভক্তদের সকলেরই মন ভেঙেছে৷ তার মধ্যে এমন পোস্ট নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভক্তদের৷ কালো শর্টস ও সাদা টি-শার্ট পরে মাঝসমুদ্রে দাঁড়িয়ে হঠাৎ কেন একথা বলছেন তা নিয়ে চর্চা বাড়ছে৷ বর্তমানে নবনীতার থেকে আলাদাই থাকছেন অভিনেতা৷ তবে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পরও নবনীতারে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা৷ নিজের মন খারাপের প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে চলেছেন তিনি৷ তবে ডিভোর্স নিয়ে একেবারে স্পিকটি নট অভিনেতা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu-Nabanita Divorce: 'আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে চলে যাব', বিচ্ছেদের মধ্যে এসব কী বলছেন জিতু? বাড়ছে চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল