Parineeti-Raghav: কোথায় হতে চলেছে পরিণীতি-রাঘবের রাজকীয় রিসেপশন পার্টি? ফাঁস হয়ে গেল ভেন্যু

Last Updated:
Parineeti-Raghav: সম্প্রতি প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিণীতি ও রাঘব অক্টোবর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷ শুধু তাই নয়, চন্ডীগড়, মুম্বই, গুরুগ্রামে তিনটি রিসেপশনের আয়োজন করছেন তাঁরা৷
1/6
দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। আপাতত বিয়ে নিয়ে চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে রয়েছেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। আপাতত বিয়ে নিয়ে চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে রয়েছেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
advertisement
2/6
লাভবার্ডস পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ এখন সকলের নজর রয়েছে লাভবার্ডসের উপর৷ তাঁরা কোথায়,কখন যাচ্ছেন সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
লাভবার্ডস পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ এখন সকলের নজর রয়েছে লাভবার্ডসের উপর৷ তাঁরা কোথায়,কখন যাচ্ছেন সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
3/6
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা এখন নেটদুনিয়ার হটকেক৷ বিয়ের আগে সময় পেলেই এদিক-ওদিক বেরিয়ে পড়েছেন বলিউডের হবু তারকা দম্পতি জুটি৷ কিছুদিন আগেই অমৃতসরের স্বর্ণমন্দিরে গেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা৷
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা এখন নেটদুনিয়ার হটকেক৷ বিয়ের আগে সময় পেলেই এদিক-ওদিক বেরিয়ে পড়েছেন বলিউডের হবু তারকা দম্পতি জুটি৷ কিছুদিন আগেই অমৃতসরের স্বর্ণমন্দিরে গেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা৷
advertisement
4/6
সম্প্রতি প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিণীতি ও রাঘব অক্টোবর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷ শুধু তাই নয়, চন্ডীগড়, মুম্বই, গুরুগ্রামে তিনটি রিসেপশনের আয়োজন করছেন তাঁরা৷
সম্প্রতি প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিণীতি ও রাঘব অক্টোবর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷ শুধু তাই নয়, চন্ডীগড়, মুম্বই, গুরুগ্রামে তিনটি রিসেপশনের আয়োজন করছেন তাঁরা৷
advertisement
5/6
সূত্রের খবর, 'দ্য  লীলা অ্যাম্বিয়েন্স' গুরুগ্রাম হোটেলে রিসেপশনের মেনু চূড়ান্ত করতে গিয়েছিলেনপরিণীতি ও রাঘবের বাবা-মা পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা ৷ সেদিন খাবার টেস্টিংয়ের জন্য  বেশ কিছু হোটেলে গিয়েছিলেন তারা।
সূত্রের খবর, 'দ্য লীলা অ্যাম্বিয়েন্স' গুরুগ্রাম হোটেলে রিসেপশনের মেনু চূড়ান্ত করতে গিয়েছিলেনপরিণীতি ও রাঘবের বাবা-মা পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা ৷ সেদিন খাবার টেস্টিংয়ের জন্য বেশ কিছু হোটেলে গিয়েছিলেন তারা।
advertisement
6/6
শুক্রবার  পরিণীতি ও রাঘবের পরিবার সন্ধ্যা ৭ টায় সময়ে খাবার টেস্টের জন্য যাওয়ার কথা ছিল, যদিও পরে সেটা ৯ টা করা হয়েছিল৷ তবে রাত ৮.৩০ টার মধ্যেই তাঁরা হোটেলে পৌঁছে গিয়েছিলেন৷  তবে পরিণীতি ও রাঘবকে দেখা যায়নি৷ জোরদার প্রস্তুতি চলছে রাঘব ও পরিণীতির বিয়ে নিয়ে৷
শুক্রবার পরিণীতি ও রাঘবের পরিবার সন্ধ্যা ৭ টায় সময়ে খাবার টেস্টের জন্য যাওয়ার কথা ছিল, যদিও পরে সেটা ৯ টা করা হয়েছিল৷ তবে রাত ৮.৩০ টার মধ্যেই তাঁরা হোটেলে পৌঁছে গিয়েছিলেন৷ তবে পরিণীতি ও রাঘবকে দেখা যায়নি৷ জোরদার প্রস্তুতি চলছে রাঘব ও পরিণীতির বিয়ে নিয়ে৷
advertisement
advertisement
advertisement