TRENDING:

Jeetu Kamal: বিচ্ছেদের মাঝেই 'গুড নিউজ'! পুজোর আগেই 'বিরাট' সুখবর দিলেন জিতু কমল...

Last Updated:

শীঘ্রই বেঙ্গল পুলিশ ছবিতে দেখা যাবে জিতু  কমলকে। বাংলা, অসমিয়া ও ওড়িয়াতে মুক্তি পাবে ছবিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুখবর দিলেন জিতু
সুখবর দিলেন জিতু
advertisement

শীঘ্রই বেঙ্গল পুলিশ ছবিতে দেখা যাবে জিতু  কমলকে। বাংলা, অসমিয়া ও ওড়িয়াতে মুক্তি পাবে ছবিটি।

এদিন ছবির প্রথম ঝলক প্রকাশ্য়ে আমার আগেই একটা ইঙ্গিত দেন অভিনেতা। লেখেন, ‘কোন প্রতিযোগিতায় বিশ্বাসী ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না।রাগে-অনুরাগে করার সময় শুনেছিলাম, এই বয়স্ক চরিত্র এই বয়সে কেউ করে..!! অপরাজিত করার সময়েও বহু মানুষ বলেছিল, খুব রিস্কি কাজ করছি কিন্তু আমি, আমার বিশ্বাসের ওপর ভর করে কাজগুলো করেছি। আর আপনাদের প্রচুর প্রচুর আশীর্বাদ পেয়েছি। আর আমার ডিরেক্টররা তো ছিলই। রাজদা, দেবীদা, অনীকদা এনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ একটা বিশেষ কারণে এই লেখাটা, আজ সন্ধে ৬টায় নতুন কিছু আসতে চলেছে, পারলে পাশে থাকবেন। প্রতিক্রিয়া দেবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

অন্যদিকে শীতেই মুক্তি পাওয়ার কথা ‘অরণ্য-র প্রাচীন প্রবাদ’। নাম ভূমিকায় অপরাজিত খ্যাত জীতু কমল। সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রফিয়াত রশিদ মিথিলা, শিলাজিত মজুমদার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্যের মত টলিউডের চেনা মুখেরা। সিনেমার পাশাপাশি বই আকারেও প্রকাশ পাবে গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায়ের কর্মকাণ্ড। জীতুর যেমন এই সিনেমার মাধ্যমেই গোয়েন্দা চরিত্রে আবির্ভাব, পরিচালকের ভূমিকায় সাংবাদিক দুলাল দেরও ডেবিউ ফিল্ম হতে চলেছে অরণ্য-র প্রাচীন প্রবাদ। ফলে জিতু যে আরও গভীরভাবে কাজে মনোনিবেশ করেছেন সে কথা বলাই বাহুল্য।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal: বিচ্ছেদের মাঝেই 'গুড নিউজ'! পুজোর আগেই 'বিরাট' সুখবর দিলেন জিতু কমল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল