ঘটনার সূত্রপাত এ দিন দুপুরে। অভিনেতা জিতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাস এ দিন নিজস্ব গাড়িতে কাজের জন্য যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় নিমতা মাঝেরহাটি মোড়ে তাঁদের গাড়িকে, একটি পন্যবাহী গাড়ি ধাক্কা মারে। সেই সময়ে তাঁদের গাড়ির চালক, ঘাতক গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। তাতেই ক্ষেপে ওঠেন ঘাতক গাড়ির চালক। চরম আক্রোশে তাঁদের চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এরপরে অভিনেতা-অভিনেত্রী থানায় যান অভিযোগ জানাতে।
advertisement
আরও পড়ুনঃ লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
এখানেই শেষ নয়। জীতু এবং নবনীতার দাবি, অভিযোগ জানাতে গেলে প্রথমে বেশ কিছুক্ষণ ধরে থানায় তাঁদের অপেক্ষা করতে বলা হয়। সেই সময়ে পুলিশি হেনস্থার মুখে পড়েন তাঁরা। ঠিক সেই সময় তাঁদের গাড়ি চালককে, ওই পণ্যবাহী গাড়ি চালক এবং তার সহযোগীরা নিমতা থানার বাইরে হেনস্তা করতে শুরু করে।
ফেসবুক লাইভে দম্পতি জানিয়েছেন, চালককে হেনস্থা হতে দেখে তাঁর কাছে ছুটে যান দু'জনে। সেই সময়েই থানার সামনে গেটের মুখে অভিনেত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, দেওয়া হয় ধর্ষণের হুমকিও। এই গোটা ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জীতু-নবনীতা।
প্রসঙ্গত, সম্প্রতি সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানকে হেনস্তার মুখে পড়তে হয়েছিল। আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। এ বার নিমতা অঞ্চলে সরাসরি অভিনেতা অভিনেত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হল। ঘটনার জেরে আতঙ্কিত জীতু-নবনীতা দু'জনেই।
অনুপ চক্রবর্তী
