বুধবার ভারতলক্ষ্মী স্টুডিওতে অনুরাগীদের ভিড় জমে। শ্যুটিংয়ের শেষ দিনে প্রত্যেক অনুরাগীর সঙ্গে দেখা করেন দিয়া। আবেগে আপ্লুত হয়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলার সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দিয়া।
আরও পড়ুন: ছবি না থিয়েটার? বল্লভপুরের ভূপতির কাছে কার পাল্লা ভারী? কেরিয়ার নিয়ে অকপট সত্যম
ভিডিওটি শেয়ার করে অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আনন্দ এতোটাই ছিল যে একটুও হাসি থামেনি’ । দিয়া আরও লেখেন ‘গরমের মধ্যেই সবাই জড়িয়ে ধরছিল , অস্বস্তি হয়নি এক ফোঁটাও। এই মুহূর্ত আজীবন আমার সঙ্গে থেকে যাবে”।
advertisement
ভিডিওতে প্রত্যেক অনুরাগীকেই প্রায় জড়িয়ে ধরেছেন অভিনেত্রী। হাসি মুখে সেলফি তুলেছেন সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটি ঘিরে। মিঠাই শেষ হওয়ায় দু্ঃখ প্রকাশ করেছেন বেশ কিছু অনুরাগী।
দিয়ার এই পোস্টে এক অনুরাগী লিখেছেন, “শেষ কবে কোন চরিত্র এতোটা জনপ্রিয়তা পেয়েছিল মনে নেই”। অনেকেই আবার অভিনেত্রীর সঙ্গে দেখা করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন।