TRENDING:

Director Raj Kumar Kohli Death: দরজা ভেঙে উদ্ধার নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান

Last Updated:

Director Raj Kumar Kohli Death: ছেলে আরমানের কেরিয়ার তৈরি করেছিলেন তাঁর বাবা-ই। রাজ কুমারের দু’টি ছবিতেই আরমান শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। সেই দুই ছবি হল ‘বদলে কি আগ’ (১৯৮২) এবং ‘রাজ তিলক’ (১৯৮৪)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল ৮টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা আরমান কোহলির বাবা। আরমানের ঘনিষ্ঠ বন্ধু বিজয় গ্রোভার এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। আজই সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে রাজ কুমার কোহলির।
দরজা ভেঙে মিলল নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান
দরজা ভেঙে মিলল নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান
advertisement

আরও পড়ুন: ছাপিয়ে গেল কলকাতাকেও! গুয়াহাটিতে অরিজিতের শো-এর টিকিটের সর্বোচ্চ মূল্য শুনে আঁতকে উঠবেন

জানা গিয়েছে, আজ সকালে স্নান করতে গিয়েছিলেন রাজ কুমার। কিন্তু অনেকক্ষণ বেরচ্ছেন না দেখে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। সূত্রের খবর, ছেলে আরমান তখন বাথরুমের দরজা ভেঙে ফেলতে বাধ্য হন। দেখেন, তাঁর বাবা বাথরুমের মেঝেতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালেই চিকিৎসকরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন।

advertisement

ছেলে আরমানের কেরিয়ার তৈরি করেছিলেন তাঁর বাবা-ই। রাজ কুমারের দু’টি ছবিতেই আরমান শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। সেই দুই ছবি হল ‘বদলে কি আগ’ (১৯৮২) এবং ‘রাজ তিলক’ (১৯৮৪)। ফের ১৯৯২ সালে ‘বিরোধী’-তে আরমানকে মুখ্য ভূমিকায় কাস্ট করেন তাঁর বাবা। কিন্তু তার পরেও সেভাবে বলিউডে নিজের পায়ের জমি শক্ত করতে পারেননি আরমান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরবর্তীকালে আরমান খ্যাতি অর্জন করেন সলমন খানের শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে। সহ প্রতিযোগী তনিশা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। পরে অবশ্য সেই শো-তেই আর এক প্রতিযোগী সোফিয়া হায়াতকে শারীরিক হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জামিনে ছাড়া পেয়ে যান।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Director Raj Kumar Kohli Death: দরজা ভেঙে উদ্ধার নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল