শুক্রবার সকাল থেকেই আম্বানি পরিবারের বিয়ে উপলক্ষে মুম্বই বিমানবন্দর সকাল থেকেই ছিল তারকা খচিত৷ রাজকীয় এই বিয়ে উপলক্ষে আজ সকাল থেকেই জিও কনভেনশনে বসেছিল চাঁদের হাট৷ সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ তাঁর পোশাকে ছিল সম্পূর্ণ ভারতীয় ছোঁয়া৷
advertisement
মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে তিনি পরেছিলেন সিলভার এমব্রয়ডরি করা একটা পাউডার নীল কুর্তা৷ সঙ্গে আছে সাদা পায়জামা৷ পায়ে ছিল বাদামি রঙের জুতো৷
জিও কনভেনশনে তিনি স্বপ্রতিভভাবে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন৷ সকলের অনুরোধে মিডিয়ার সামনে তাঁর আইকনিক ‘Five Knuckle Shuffle’ সিগনেচার পোজটি করেন৷
আরও পড়ুন:অনন্ত-রাধিকার বিয়েতে সাজো সাজো রব; পরিচয় করে নিন আম্বানি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন বণিকের কন্যা রাধিকা বণিকের বিয়ে এই বছরের অন্যতম আলোচিত ঘটনা৷ শুক্রবার অ্যান্টিলিয়া নববধূ রাধিকাকে স্বাগত জানতে সুন্দরভাবে সেজে উঠেছে৷
এই বিয়ে উপলক্ষে বিশ্বের সমস্ত বিখ্যাত লোকেরা উপস্থিত হয়েছেন মুম্বই শহরে৷ প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, রামচরণ, কিম কারদাশিয়ান, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, এবং ‘স্যামসং’ এর চেয়ারম্যান জে ওয়াই লি সহ অতিথি তালিকায় আছে অনেক সুপরিচিত ও বিখ্যাত ব্যক্তিত্ব।
কিম কারদাশিয়ান ইনস্টাগ্রামে তাজ কোলাবাতে তাঁকে স্বাগত জানানোর ছবি পোস্ট করেন৷ যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে৷ বিয়েতে জন সিনার উপস্থিতি ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর ভালবাসা ও সম্মানের প্রমাণ৷