কী ভাবে দুর্ঘটনাটি ঘটে
সোমবার রাতে জুহু এলাকায় একাধিক গাড়ির সংঘর্ষে অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের (কনভয়) গাড়ি জড়িয়ে পড়ে। মুম্বই পুলিশ জানিয়েছে, দুটি গাড়ি ও একটি অটো-রিকশার মধ্যে সংঘর্ষে দু’জন আহত হন। অভিযোগ, একটি গাড়ি পেছন থেকে অটো-রিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে অক্ষয়ের এসকর্ট গাড়ির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
advertisement
লাফিয়ে বাড়ছে রূপোর দাম! যদি আজ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, ডিসেম্বরের মধ্যে কত টাকা ‘লাভ’ হবে জানেন?
প্রত্যক্ষদর্শীর বয়ান
এ ঘটনায় আহত অটোচালকের ভাই মহম্মদ সামির ANI-কে জানান, সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। তাঁর কথায়, অটোতে যাত্রী নিয়ে চলার সময় পেছনে থাকা অক্ষয় কুমারের ইনোভা ও একটি মার্সিডিজের সংঘর্ষে ইনোভাটি অটোর উপর উঠে যায়। ফলে অটোচালক ও যাত্রী দু’জনেই গাড়ির নীচে আটকে পড়েন। অটোটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং অটোচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বিদেশ সফর থেকে ফেরার পরেই দুর্ঘটনা
দুর্ঘটনাটি ঘটে অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না বিদেশ সফর থেকে মুম্বই ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই। দম্পতি তাঁদের ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে বিদেশে সময় কাটিয়েছিলেন এবং সেই সফরের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। তবে এই দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত অক্ষয় কুমার বা টুইঙ্কল খান্নার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
