TRENDING:

Tollywood Gossip: আলুথালু চেহারা, এলোমেলো চুল... সাদা চাদরের নীচে বরের আদরে বুঁদ 'মিশকা' অহনা, নিজেই শেয়ার করলেন ছবি

Last Updated:

রবিবারে একটি ঘনিষ্ট ছবি ভাগ করে নিয়েছেন পর্দার খলনায়িকা। দেখা যাচ্ছে, এক চাদরের নীচে একে অপরকে বেশ ঘনিষ্ট ভাবে জড়িয়ে রয়েছেন অহনা ও দীপঙ্কর। স্টোরিতে শেয়ার করে অহনা লিখেছেন, 'শুভ সকাল'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীপঙ্করের সঙ্গে বিয়ে ছবি ও ভিডিয়ো পোস্ট করে নতুন বছরের শুরুতেই সকলকে চমক দিয়েছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ‘মিশকা’ অহনা দত্ত। এবার স্বামীর সঙ্গে বিছানায় শুয়ে নিজের  ঘনিষ্ট ছবি শেয়ার করে ভাইরাল নায়িকা।
আদরে বুঁদ 'মিশকা' অহনা
আদরে বুঁদ 'মিশকা' অহনা
advertisement

রবিবারে একটি ছবি ভাগ করে নিয়েছেন পর্দার খলনায়িকা। দেখা যাচ্ছে, এক চাদরের নীচে একে অপরকে বেশ ঘনিষ্ট ভাবে জড়িয়ে রয়েছেন অহনা ও দীপঙ্কর। স্টোরিতে শেয়ার করে অহনা লিখেছেন, ‘শুভ সকাল’।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের খলনায়িকা মিশকাকে এখন সকলেই চেনেন৷ অভিনেত্রীর কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ হবে না-ই বা কেন৷ নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের কথা তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে৷ মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দে-র সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী৷ অহনা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই। ডিভোর্সি দীপঙ্করের সম্পর্কে মেয়ের সম্পর্ক কোনওমতেই মানতে পারছিলেন না অভিনেত্রীর মা৷ তাই মায়ের সঙ্গে সম্পর্কের পাট চুকিয়েছেন অহনা৷ দীর্ঘদিন ধরেই লিভ-ইনে থাকার পরে বিয়েও করেছেন। ২০২৩-এর ১৩ ডিসেম্বর আইনি মতে বিয়ে সেরেছিলেন অহনা। একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে অহনা লেখেন, “প্রায় এক বছর আগে আমরা আইনি মতে বিয়ে করি।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Gossip: আলুথালু চেহারা, এলোমেলো চুল... সাদা চাদরের নীচে বরের আদরে বুঁদ 'মিশকা' অহনা, নিজেই শেয়ার করলেন ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল