রবিবারে একটি ছবি ভাগ করে নিয়েছেন পর্দার খলনায়িকা। দেখা যাচ্ছে, এক চাদরের নীচে একে অপরকে বেশ ঘনিষ্ট ভাবে জড়িয়ে রয়েছেন অহনা ও দীপঙ্কর। স্টোরিতে শেয়ার করে অহনা লিখেছেন, ‘শুভ সকাল’।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের খলনায়িকা মিশকাকে এখন সকলেই চেনেন৷ অভিনেত্রীর কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ হবে না-ই বা কেন৷ নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের কথা তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে৷ মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দে-র সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী৷ অহনা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই। ডিভোর্সি দীপঙ্করের সম্পর্কে মেয়ের সম্পর্ক কোনওমতেই মানতে পারছিলেন না অভিনেত্রীর মা৷ তাই মায়ের সঙ্গে সম্পর্কের পাট চুকিয়েছেন অহনা৷ দীর্ঘদিন ধরেই লিভ-ইনে থাকার পরে বিয়েও করেছেন। ২০২৩-এর ১৩ ডিসেম্বর আইনি মতে বিয়ে সেরেছিলেন অহনা। একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে অহনা লেখেন, “প্রায় এক বছর আগে আমরা আইনি মতে বিয়ে করি।”
advertisement