TRENDING:

Abhishek Chatterjee Birthday: জন্মদিনেই তাঁদের প্রথম দেখা, আবেগঘন শুভেচ্ছায় অভিষেককে এরকমই যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়ে থাকতে বললেন সংযুক্তা

Last Updated:

Abhishek Chatterjee Birthday: অভিষেক চলে যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে যতগুলি পোস্ট সংযুক্তা করেছেন, তার সবগুলিতেই প্রতিফলিত হয়েছে এই বিশ্বাস৷ আরও এক বার সেই আস্থা ধরা দিল শনিবার, অভিষেকের জন্মদিনে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অভিষেক নেই৷ অভিষেক আছেন৷ তিনি জড়িয়ে আছেন তাঁর স্ত্রী এবং একমাত্র কন্যা ডলের প্রতি মুহূর্তে৷ এই বিশ্বাসেই জীবনতরী বাইছেন তাঁর স্ত্রী সংযুক্তা৷ অভিষেক চলে যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে যতগুলি পোস্ট সংযুক্তা করেছেন, তার সবগুলিতেই প্রতিফলিত হয়েছে এই বিশ্বাস৷ আরও এক বার সেই আস্থা ধরা দিল শনিবার, অভিষেকের জন্মদিনে৷
আরও এক বার সেই আস্থা ধরা দিল শনিবার, অভিষেকের জন্মদিনে
আরও এক বার সেই আস্থা ধরা দিল শনিবার, অভিষেকের জন্মদিনে
advertisement

শনিবার সকালে দু’টি ছবি পোস্ট করেছেন সংযুক্তা৷ সেখানে একটি ছবিতে জন্মদিনের কেক অভিষেককে খাইয়ে দিচ্ছেন সংযুক্তা৷ অন্য ছবিতে মায়ের সঙ্গে হাত লাগিয়েছে কন্যা ডল-ও৷ ছবির সঙ্গে সংযুক্তা লিখেছেন, ‘‘প্রত্যেক নারীর স্বপ্ন-একজন স্নেহশীল স্বামী এবং একজন যত্নবান বাবা৷ তুমি সেটাই...সব সময় তুমি সেটাই থাকবে৷ যত দিন যাচ্ছে, আমি তোমাকে বেশি ভালবাসছি...ভালবাসা আমাদের আলাদা করে ফেলতে পারবে না৷ শুভ জন্মদিন, প্রিয়৷’’

advertisement

আরও পড়ুন : ডিমের গুণমান যাচাই অথবা পোকামাকড়ের উপদ্রব, গৃ্হস্থালির হাজারো কাজে নুনই ভরসা

প্রসঙ্গত এরকম এক ৩০ এপ্রিলেই প্রথম দেখা হয়েছিল অভিষেক সংযুক্তার৷ টেলিভিশন শো-এ সে কথা জানান অভিষেক৷ বাড়ির লোকের কথায় বিয়ে করতে রাজি হয়েছিলেন অভিষেক৷ দ্বারস্থ হন ম্যাট্রিমনিয়াল সাইটের৷ সেখানেই আলাপ দু’জনের৷ আলাপের কয়েক দিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন৷ ২০০৮-এর ৯ জুলাই সাতপাকে বাঁধা পড়েছিলেন এই জুটি৷ ১৪ বছর পূর্তির আগেই ভেঙে গেল যাত্রাপথ৷ তবে যা হারায়, তা শুধু চোখে৷ অভিষেক-সংযুক্তা এখনও একসঙ্গেই পথ চলছেন৷

advertisement

আরও পড়ুন : ওজন দ্রুত কমিয়ে রোগা হতে চাইলে কোন ডাল খাবেন?

সকলকে হতবাক করে গত মাসে চলে গিয়েছেন অভিষেক৷ অসহনীয় শোক ও মানসিক চাপ সামলে যথার্থই অর্ধাঙ্গিনীর ভূমিকা পালন করে চলেছেন সংযুক্তা৷ যখন গুঞ্জন উঠেছে, টলিউডের তারকারা অর্থসাহায্য করেছেন তাঁদের, তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংযুক্তা৷ দৃঢ় ভাবে মনে করিয়ে দিয়েছেন, তিনি নিজেও বিদেশি সংস্থায় কর্মরত৷

advertisement

আরও পড়ুন : অন্য কাউকে দেখলেই আমরাও হাই তুলি কেন? হাই তোলার সময় হাত দিয়ে মুখ চাপিই বা কেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

চলে যাওয়ার দিন কয়েক আগেই এক রিয়্যালিটি শো-এ তাঁরা বলেছিলেন প্রথম আলাপ হওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে বিয়ের সিদ্ধান্ত দ্রুত নেওয়ার সেই পথটুকুর কথা৷ সংযুক্তা জানিয়েছিলেন, ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ও আস্থা তাঁদের দু’জনকে কাছাকাছি এনেছে৷ সেই নৈকট্য এখনও অটুট ও অমলিন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee Birthday: জন্মদিনেই তাঁদের প্রথম দেখা, আবেগঘন শুভেচ্ছায় অভিষেককে এরকমই যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়ে থাকতে বললেন সংযুক্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল