আগেও অভিষেকের ফেসবুক পেজের দেখাশোনা করতেন সংযুক্তা। এখনও তিনিই পেজটি সামলান। বরাবরের মতো সক্রিয় রেখেছেন সামাজিক মাধ্যমে অভিষেকের প্রোফাইল। সেখানেই তিনি জানান কীভাবে কিছু দিন আগে পালন করেছেন অভিষেকের মৃত্যুবার্ষিকীতে পারলৌকিক কাজ বা বাৎসরিক৷ সব রীতি নীতি মেনে সংযুক্তা ও তাঁর একমাত্র কন্যা ডল পালন করেন প্রয়াণবার্ষিকীর পারলৌকিক কর্তব্য৷ এখানেই শেষ নয়৷ অভিনেতার প্রয়াণবার্ষিকীতে বৃহস্পতিবার আয়োজিত করা হল রক্তদান শিবির৷ কল্যাণমূলক এই উদ্যোগের শরিক ছিলেন সংযুক্তা ও তাঁর কিশোরী কন্যা৷
advertisement
আরও পড়ুন : তাঁদের 'প্রদীপ দা'-র মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড, শোকবার্তায় উজাড় স্মৃতি
গত বছর ২৪ মার্চ অনুরাগীদের হতবাক করে দিয়ে না ফেরার দেশে চলে যান অভিষেক৷ তার আগের দিনও অংশ নিয়েছিলেন রিয়েলিটি শো-এ৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন৷ পর দিন ভোরে বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার৷ বয়স হয়েছিল ৫৭ বছর৷ তাঁর দেখানো পথেই মেয়েকে নিয়ে আগামি দিনগুলো কাটাতে চান সহধর্মিনী সংযুক্তা৷ রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সংযুক্তা ধন্যবাদ জানিয়েছেন শুভার্থীদের৷