TRENDING:

Abhishek Chatterjee: রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের

Last Updated:

Abhishek Chatterjee: কিশোরী কন্যা একনিষ্ঠ ভাবে পালন করে সব রীতিনীতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বিষাদসিন্ধুর এক বছর পাড়ি দিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা৷ একাই বড় করে তুলছেন মেয়ে ডলকে৷ তবে তাঁর নিজের উপলব্ধি, তিনি একা নন৷ জীবনে চলার পথে পাশে সব সময় আছেন অভিষেক৷ জীবনের নানা মুহূর্তের ছবি আগেও তিনি পোস্ট করতেন সামাজিক মাধ্যমে৷ এখনও করেন৷ একমাত্র সন্তানের বড় হয়ে ওঠার পথে কোনও আঁচড় লাগতে দিতে নারাজ তিনি৷
 শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী ও মেয়ের
শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী ও মেয়ের
advertisement

অবশ্য একইসঙ্গে এও স্বীকার করেন তাঁর মেয়ে গত এক বছরে বড় হয়ে গিয়েছে অনেকটাই৷ আদরের ডলু-ই সম্পন্ন করল তার বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীর পারলৌকিক কাজ বা বাৎসরিক৷ মঙ্গলবার তার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সংযুক্তা৷ সেখানে দেখা যাচ্ছে কিশোরী কন্যা একনিষ্ঠ ভাবে পালন করছে সব রীতিনীতি৷ অভিষেকের ফ্ল্যাটেই সম্পন্ন হয় বাৎসরিক৷ পারলৌকিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অর্ধাঙ্গিনী সংযুক্তাও৷ সংযু্ক্তা এবং অভিষেক দুজনেই সাঁইবাবার ভক্ত৷ তাই তাঁদের কাছে ৯ এবং ১১ শুভ সংখ্যা৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন সংযুক্তা৷ মঙ্গলবার ৯ জন বাচ্চাকে তিনি খাওয়ান আপ্যায়ন করে৷

advertisement

আরও পড়ুন :  আলাপ ম্যাট্রিমনিয়াল সাইটে, কেন অভিষেককে ভাল লেগেছিল সংযু্ক্তার?

আরও পড়ুন :  সর্বত্র প্রয়াত স্বামীর ছবি নিয়ে গিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা? ট্রোলারদের জবাব অভিষেকের স্ত্রী সংযুক্তার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ
আরও দেখুন

বাৎসরিক উপলক্ষে রজনীগন্ধায় সাজানো হয়েছিল অভিষেকের ফ্ল্যাট৷ যখন সাজানো চলছিল, সেই পর্বেরও একটি ভিডিও পোস্ট করেছেন সংযুক্তা৷ মা ও মেয়ের শ্রদ্ধার্ঘ্য নিবেদন দেখে আর্দ্র নেটিজেনদের চোখ এবং মন, দুই-ই৷ সমবেদনা এবং একইসঙ্গে জীবনের পথে এগিয়ে চলার শুভেচ্ছা জানিয়েছন তাঁরা৷ গত বছর ২৪ মার্চ অনুরাগীদের হতবাক করে দিয়ে না ফেরার দেশে চলে যান অভিষেক৷ তার আগের দিনও অংশ নিয়েছিলেন রিয়েলিটি শো-এ৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন৷ পর দিন ভোরে বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার৷ বয়স হয়েছিল ৫৭ বছর৷ তাঁর দেখানো পথেই মেয়েকে নিয়ে আগামি দিনগুলো কাটাতে চান সহধর্মিনী সংযুক্তা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee: রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল