অভিনয়জীবনে কী পেলেন, বা কী পাননি তার ছায়া পড়তে দেননি ব্যক্তিগত জীবনে৷ সেখানে স্ত্রী ও কিশোরী কন্যাকে নিয়ে তিনি থাকতেন সুখী ঘেরাটোপে৷ তিনি ছিলেন একনিষ্ঠ সাইভক্ত৷ সামাজিক মাধ্যমে সক্রিয় অভিনেতা তাঁর একাধিক পোস্টে উল্লেখ করেছেন সাইবাবার কথা৷ এর পাশাপাশি, আর পাঁচজন গৃহস্থের মতো আয়োজন করতেন লক্ষ্মীপুজো, সরস্বতীপুজোর৷ তাঁর বাড়িতে হত দুর্গাপুজোও৷ অনুরাগীদের জন্য সামাজিক মাধ্যমে শেয়ারও করতেন পারিবারিক মিলনোৎসবের সে সব ছবি৷
advertisement
আরও পড়ুন : ‘‘পরিপাটি জীবনের কোথাও হয়তো একটু অভিমানও জমানো ছিল’’
বড় পর্দা, ছোট পর্দা, মঞ্চের অনুষ্ঠানের মতো সামাজিক মাধ্যমেও অভিষেক ছিলেন অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর প্রতি পোস্ট ভেসে যেত অনুরাগীদের ভালবাসা-ভাললাগা এবং শুভেচ্ছা স্রোতে৷ গত মাসেই অভিষেক পোস্ট করেছিলেন তাঁর বাড়িতে সরস্বতীপুজোর ছবি৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে স্ত্রী ও মেয়ের সঙ্গে নিষ্ঠাভরে পুজোয় অংশ নিতে৷ স্ত্রী ও কিশোরী কন্যার পরনে হলুদ পোশাক থাকলেও অভিষেক পরেছিলেন নীল রঙের সোয়েটার৷ তাতে অবশ্য হলুদের ছোঁয়া ছিল৷ পারিবারিক মিলনোৎসবের এই ছবি দেখে উচ্ছ্বসিত ছিলেন নেটিজেন তথা তাঁর অনুরাগীরা৷
পুজোর ছবি তো ছিলই৷ তাঁর সঙ্গে অভিষেক পোস্ট করেছিলেন পুজোর প্রস্তুতিও৷ সেখানে তিনি পিতলের বড় গামলায় সিন্নি মাখছিলেন৷ লাইট-সাউন্ড-ক্যামেরার জগতে অভ্যস্ত হাতের সুচারু পাকেই তৈরি হচ্ছিল সিন্নি৷ ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছিলেন সরস্বতী পুজোয় সিন্নি ভোগের প্রস্তুতি৷
আরও পড়ুন : ‘‘বাবু, তোর লাগেনি তো?’’ চড় মারার পর ভাস্বরকে জিজ্ঞাসা করেছিলেন অভিষেক
তখন কে আর জানত এর পরের মাসেই সব ফেলে রেখে জীবনের আনন্দযজ্ঞের মাঝপথেই বিদায় নেবেন হাসিখুশি এই মুখ৷ যত্নে লালিত গোঁফের নীচে তাঁর স্মিতহাস্য চিরস্থায়ী হয়ে থাকল অনুরাগীদের মনে৷