TRENDING:

Abhishek Chatterjee Video: সুচারু হাতে মাখছিলেন সিন্নি, অভিষেকের শেয়ার করা পোস্টে উজ্জ্বল সরস্বতীপুজোর স্মৃতি, দেখুন ভিডিও

Last Updated:

Abhishek Chatterjee Video: পিতলের বড় গামলায় সিন্নি মাখছিলেন৷ লাইট-সাউন্ড-ক্যামেরার জগতে অভ্যস্ত হাতের সুচারু পাকেই তৈরি হচ্ছিল সিন্নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ফুর্তিবাজ মনের মানুষ ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)৷ ভালবাসতেন সহকর্মীদের সঙ্গে মজা করতে৷ তাঁর উপস্থিতি মানেই সারা ক্ষণ হাসি ঠাট্টা মজা লেগেই থাকা৷ মনের ভাবে, মাথার চিন্তাভাবনায় এবং মুখের কথায় তিনি ছিলেন একইরকম৷ এ কথা উঠে এসেছে তাঁর ঘনিষ্ঠজনের স্মৃতিকথায়৷(Abhishek Chatterjee passes away)
Abhishek Chatterjee
Abhishek Chatterjee
advertisement

অভিনয়জীবনে কী পেলেন, বা কী পাননি তার ছায়া পড়তে দেননি ব্যক্তিগত জীবনে৷ সেখানে স্ত্রী ও কিশোরী কন্যাকে নিয়ে তিনি থাকতেন সুখী ঘেরাটোপে৷ তিনি ছিলেন একনিষ্ঠ সাইভক্ত৷ সামাজিক মাধ্যমে সক্রিয় অভিনেতা তাঁর একাধিক পোস্টে উল্লেখ করেছেন সাইবাবার কথা৷ এর পাশাপাশি, আর পাঁচজন গৃহস্থের মতো আয়োজন করতেন লক্ষ্মীপুজো, সরস্বতীপুজোর৷ তাঁর বাড়িতে হত দুর্গাপুজোও৷ অনুরাগীদের জন্য সামাজিক মাধ্যমে শেয়ারও করতেন পারিবারিক মিলনোৎসবের সে সব ছবি৷

advertisement

আরও পড়ুন : ‘‘পরিপাটি জীবনের কোথাও হয়তো একটু অভিমানও জমানো ছিল’’

বড় পর্দা, ছোট পর্দা, মঞ্চের অনুষ্ঠানের মতো সামাজিক মাধ্যমেও অভিষেক ছিলেন অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর প্রতি পোস্ট ভেসে যেত অনুরাগীদের ভালবাসা-ভাললাগা এবং শুভেচ্ছা স্রোতে৷ গত মাসেই অভিষেক পোস্ট করেছিলেন তাঁর বাড়িতে সরস্বতীপুজোর ছবি৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে স্ত্রী ও মেয়ের সঙ্গে নিষ্ঠাভরে পুজোয় অংশ নিতে৷ স্ত্রী ও কিশোরী কন্যার পরনে হলুদ পোশাক থাকলেও অভিষেক পরেছিলেন নীল রঙের সোয়েটার৷ তাতে অবশ্য হলুদের ছোঁয়া ছিল৷ পারিবারিক মিলনোৎসবের এই ছবি দেখে উচ্ছ্বসিত ছিলেন নেটিজেন তথা তাঁর অনুরাগীরা৷

advertisement

পুজোর ছবি তো ছিলই৷ তাঁর সঙ্গে অভিষেক পোস্ট করেছিলেন পুজোর প্রস্তুতিও৷ সেখানে তিনি পিতলের বড় গামলায় সিন্নি মাখছিলেন৷ লাইট-সাউন্ড-ক্যামেরার জগতে অভ্যস্ত হাতের সুচারু পাকেই তৈরি হচ্ছিল সিন্নি৷ ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছিলেন সরস্বতী পুজোয় সিন্নি ভোগের প্রস্তুতি৷

আরও পড়ুন :  ‘‘বাবু, তোর লাগেনি তো?’’ চড় মারার পর ভাস্বরকে জিজ্ঞাসা করেছিলেন অভিষেক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

তখন কে আর জানত এর পরের মাসেই সব ফেলে রেখে জীবনের আনন্দযজ্ঞের মাঝপথেই বিদায় নেবেন হাসিখুশি এই মুখ৷ যত্নে লালিত গোঁফের নীচে তাঁর স্মিতহাস্য চিরস্থায়ী হয়ে থাকল অনুরাগীদের মনে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee Video: সুচারু হাতে মাখছিলেন সিন্নি, অভিষেকের শেয়ার করা পোস্টে উজ্জ্বল সরস্বতীপুজোর স্মৃতি, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল