TRENDING:

মা-বাবার সঙ্গে থাকেন কেন আপনি? ইন্টারনেটে ট্রোলড হলেন অভিষেক বচ্চন !

Last Updated:

নেটিজেনদের নিয়ে আর পেরে উঠছেন না সেলিব্রিটিরা ৷ কিছু একটা হল কি, হল না সেলিব্রিটিদের পিছনে হাত ধুয়ে পরে যাচ্ছেন নেটিজেনরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নেটিজেনদের নিয়ে আর পেরে উঠছেন না সেলিব্রিটিরা ৷ কিছু একটা হল কি, হল না সেলিব্রিটিদের পিছনে হাত ধুয়ে পরে যাচ্ছেন নেটিজেনরা ৷ নেটিজেনদের অত্যাচারে যেন একেবারে কোণঠাসা ! এবার নেটিজেনদের খপ্পরে পড়লেন বিগবি পুত্র অভিষেক বচ্চন ৷ ট্যুইটারে অভিষেককে নিয়ে চলল তুমুল শোরগোল ৷ নেটিজেনরা সোজাসাপটা প্রশ্ন ছুঁড়লেন, ‘মা-বাবার সঙ্গে থাকেন কেন অভিষেক? ’ আর তা নিয়ে ট্যুইটারে একের পর এক ট্রোলড!
advertisement

আরও পড়ুন 

ছিলেন নাকি রিকি মার্টিনের প্রেমিকা, ছবি পোস্ট করে প্রমাণ দিলেন সুস্মিতা

ট্যুইটারে অভিষের বচ্চনকে উদ্দেশ্য করে এক ব্যক্তি লিখলেন, ‘নিজের জীবনকে নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই ৷ অভিষেক বচ্চনকে দেখে শেখও, এখনও সে মা-বাবার সঙ্গেই থাকে !’

advertisement

তবে ট্যুইট দেখে একেবারেই রেগে জাননি অভিষেক ৷ উল্টে ব্যক্তিকে যোগ্য জবাব দিয়েছেন, অভিষেক ৷ অভিষেক ট্যুইটে লিখলেন, ‘হ্যাঁ, একদম ঠিক বলেছেন ৷ আর এ ব্যাপারে আমি গর্বিত ৷ আপনারও একবার ট্রাই করুন ৷ আমার বিশ্বাস আপনারও ভালো লাগবে ৷’

আরও পড়ুন 

শুধু রণবীর সিং নয়, 'পদ্মাবত'-এর জন্য 'দাদা সাহেব ফালকে' পাচ্ছেন শাহিদ কাপুরও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে শুধুই, অভিষেকের বিরুদ্ধে নয়, এই বিষয়ে অভিষেকের পাশেও দাঁড়িয়েছেব বহু মানুষ ৷ অনেকেই তাঁকে পুরো বিষয়টিকে পাত্তা দিতে বারণ করেছেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মা-বাবার সঙ্গে থাকেন কেন আপনি? ইন্টারনেটে ট্রোলড হলেন অভিষেক বচ্চন !