শুধু রণবীর সিং নয়, 'পদ্মাবত'-এর জন্য 'দাদা সাহেব ফালকে' পাচ্ছেন শাহিদ কাপুরও
Last Updated:
সঞ্জয়লীলা ভনসালির ড্রিম প্রজেক্ট 'পদ্মাবত'-এ মহারাওয়াল রতন সিং-এর চরিত্রায়ণের জন্য 'দাদা সাহেব ফালকে' খেতাব পাচ্ছেন শাহিদ কাপুর।
#মুম্বই: সঞ্জয়লীলা ভনসালির ড্রিম প্রজেক্ট 'পদ্মাবত'-এ মহারাওয়াল রতন সিং-এর চরিত্রায়ণের জন্য 'দাদা সাহেব ফালকে' খেতাব পাচ্ছেন শাহিদ কাপুর।
ছবি মুক্তির পর 'কমিনে'স্টার জানিয়েছিলেন,
এই চরিত্রটা অথার ব্যাকড রোল ছিল না। তাই এরকম একটা চরিত্রে আভিনয়ের সুযোগ এবং প্রশংশা পাওয়া...সত্যি, বিশাল বড় একটা পাওনা! রানি পদ্মাবতী আর আলাউদ্দিন খিলজি সম্পর্কে রিসার্চ করার বহু অপশন রয়েছে। কিন্তু, মহারাওয়াল রতন সিং প্রায় অজানা একটি চরিত্র। ডকুমেন্টেড তথ্য খুবই কম। কাজেই, এরকম একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা খুব চ্যালেঞ্জিং ছিল।

advertisement
advertisement
আগেই ঘোষণা হয়ে গিয়েছিল, আলাউদ্দিন খিলজি-র চরিত্রে আভিনয়ের জন্য রণবীর পাচ্ছেন 'দাদা সাহেব ফালকে' পুরস্কার। এবার সেই তালিকায় জুড়ল শাহিদের নামও। একেতে তো এ'বছর এখনও পর্যন্ত বক্সঅফিস কালেকশনের দিক থেকে 'পদ্মাবত'কে কোনও ছবিই ছাপিয়ে যেতে পারেনি। তার উপর, সিনেমা দুনিয়ার সবথেকে সম্মানীয় পুরস্কার পাচ্ছেন এই ছবিরই দুই তারকা! যা মনে হচ্ছে, বছরটা, ' পদ্মাবত'-এরই!
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
Location :
First Published :
April 17, 2018 1:14 PM IST