ছবিটি মূলত একজন উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারের জীবনে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এক দুর্ঘটনায় তার হাত বাদ পড়ে। তারপর তাঁর জীবন কোন দিকে মোড় নিল তা নিয়েই গল্প। এখানে অভিষেককে কোচের ভূমিকায় দেখা গিয়েছে।
আরও পড়ুন: বিরাট ধামাকা টলিউডে! ‘প্রজাপতি’র পর আবার দেব-মিঠুন এক সিনেমায়! থাকবেন সোহমও
advertisement
ছবিটি সমালোচকদের কাছ থেকে বেশ ভাল রিভিউও দর্শকদের হলে টানতে ব্যর্থ হয়েছে। ‘ঘুমর’ প্রথম দিনে আয় করেছে বক্স মাত্র ৮৫ লক্ষ টাকা। শুরুটা খুব ধীরগতিতে হলেও, পরবর্তীতে যে বেশ ভাল সাড়া ফেলবে দর্শক মহলে তা অনেকেই মনে করছেন। দর্শকদের মৌখিক প্রচার কাজ করে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: নতুন প্রেম তিয়াসার! জন্মদিনে প্রেমিক ভরিয়ে দিলেন উপহারে, কী কী পেলেন ‘কৃষ্ণকলি’
উল্লেখ্য, ‘ঘুমর’ মুক্তির একসপ্তাহ আগে সানি দেওলের ‘গদর ২’, অক্ষয় কুমার ‘ওএমজি ২’ এবং বক্স অফিসে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ মুক্তি পেলেও বেশ রমরমিয়ে ব্যবসা করছে সিনেমা গুলি। অভিষেকের ছবি কি বক্স অফিসে জোড় টক্কর দেবে? সেটা অবশ্য বলবে সময়।
তবে ‘বিগ বি’ অমিতাভ বচ্চন অবশ্য ছেলের কাজ দেখে বেশ খুশি হয়েছেন নিকের ব্লগে সে কথা জানিয়েওছেন। তিনি, “সমস্ত দ্বিধা সরিয়ে রেখে বলতে পারি ‘ঘুমর’ নিঃসন্দেহের খুব ভাল একটি ছবি। হ্যাঁ, আমি এটা বাবা হিসাবে তো অবশ্যই বলিছি কিন্তু এই জগতে দীর্ঘ দিন থাকার অভিজ্ঞতা থেকেও কথাটা বলছি। এই অল্প বয়সে অভিষেক অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এমন একটা বৈচিত্র্যপূর্ণ কঠিন চরিত্রে অভিনয় করেছেন তা সফল হোক।” তিনি আরও বলেন, “আমার গর্বের কোনও সীমা নেই।”