Dev-Mithun-Soham: বিরাট ধামাকা টলিউডে! 'প্রজাপতি'র পর আবার দেব-মিঠুন এক সিনেমায়! থাকবেন সোহমও

Last Updated:

এবার একই সিনেমায় দেব ও সোহম  চক্রবর্তী। তবে এখানেই চমকের শেষ নয়। এই ছবিতে মিঠুন চক্রবর্তীও নাকি থাকছেন।

কিছুদিন আগেই মুক্তি পেল ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশ করলেন দেব। ১৭ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেতা। তবে এখন তাঁকে কেবল সফল অভিনেতাই বলা যায় না, তিনি একজন সফল প্রযোজকও বটে। শুরু হয়েছিল ‘চ্যাম্প’ দিয়ে তারপর ‘টনিক’, ‘প্রজাপতি’র মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে।
পাশাপাশি বেশ কয়েক বছর আগে থেকে সোহমও শুরু করেছেন তাঁর প্রযোজনা সংস্থা। আর এবার টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আরও এক বড় ধামাকা হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এবার একই সিনেমায় দেব ও সোহম  চক্রবর্তী। তবে এখানেই চমকের শেষ নয়। এই ছবিতে মিঠুন চক্রবর্তীও নাকি থাকছেন।
advertisement
advertisement
আবারও অনেক বছর পর ফের একসঙ্গে দেখা যাবে দেব-সোহমকে। বর্তমানে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে একসঙ্গে কাজ করছেন সোহম ও দেব। গুঞ্জন ‘প্রধান’-র শ্যুটিং ফ্লোরেই নাকি নতুন ছবির পরিকল্পনা সেরে ফেলেছেন দুই অভিনেতা। সোহমের প্রযোজনা সংস্থার ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের। সঙ্গে থাকবে নানা চমক।
advertisement
সোহমের হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে। অন্যদিকে দেব একের পর এক চমক দিয়ে ছক্কা হাঁকাচ্ছেন দেব। ব্যোমকেশ বক্সীর পর বাঘাযতীন রূপে ফিরছেন বড় পর্দায়। এছাড়াও ক্রিসমাসে আসছে ‘প্রধান’। তাছাড়াও ‘রঘু ডাকাত’-সহ বেশ কয়েকটি কাজের অনুষ্ঠানিক ঘোষণা ইতিমধ্যেই সেরেছেন দেব।
মিঠুন চক্রবর্তী বর্তমানে নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে দেখা যায়। তাছাড়াও তিনি সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’-র শ্যুটিং-এ এখন ব্যস্ত। তার পাশাপাশি শোনা যাচ্ছে এই গুঞ্জন। এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে তা নিঃসন্দেহেই তা বিরাট চমক হবে দর্শক তথা টলিউড ইন্ডাস্ট্রির জন্য।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev-Mithun-Soham: বিরাট ধামাকা টলিউডে! 'প্রজাপতি'র পর আবার দেব-মিঠুন এক সিনেমায়! থাকবেন সোহমও
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement