ফের আরও একবার মহানগরের বুকে আরও একটি সিনেমার জন্য শ্যুটিং করবেন জুনিয়র বচ্চন ৷ ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে শ্যুটিং ৷ বব বিশ্বাস টিম সূত্রে খবর, ময়দান, পঞ্চসায়র, পাটুলি ও বেনিয়াপুকুর- শহরের এই চার জায়গাতেই শ্যুট চলবে এই ১২-১৩ দিন ৷
”নমস্কার, আমি বব বিশ্বাস-একমিনিট”, এই সংলাপ শুনেই দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গিয়েছিল ৷ শুধু এই সংলাপে, ছোট ভূমিকাতেই বাজিমাত করেছিলেন অরিজিনাল বব বিশ্বাস শাশ্বত চট্টোপাধ্যায় । তাই বব বিশ্বাস ছবিতে নাম ভূমিকায় অভিষেক বচ্চন জানার পর থেকেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। কেন অভিনয় করছেন না সে ব্যাপারে শাশ্বত চট্টোপাধ্যায় কখনই সংবাদ মাধ্যমে মুখ খোলেননি ৷ তবে ফিল্মের কথা শুনে টিম বব বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।
advertisement
Debapriya Dutta Majumdar
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2020 9:41 PM IST