TRENDING:

EXCLUSIVE: ফের শহরে শুটিংয়ে অভিষেক বচ্চন, নয়া অবতারে ‘বব বিশ্বাস’

Last Updated:

ফের আরও একবার মহানগরের বুকে আরও একটি সিনেমার জন্য শ্যুটিং করবেন জুনিয়র বচ্চন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের শহরে অভিষেক বচ্চন ৷ করোনা থেকে সুস্থ হয়ে ফের পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন জুনিয়র বচ্চন ৷ এবার ‘বব বিশ্বাস’ সিনেমার শ্যুটিংয়ের জন্য আগামিকাল অর্থাৎ কলকাতায় আসছেন অভিষেক ৷ এই ছবির মাধ্যমেই পরিচালনায় পা রাখছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। প্রযোজনার দায়িত্বে শাহরুখের রেড চিলিজ। কাহানির প্রিকোয়েল বলা যেতে পারে বব বিশ্বাসকে। ভারতে করোনা মহামারির প্রকোপের আগে চলতি বছরের জানুয়ারি মাসেও এই সিনেমার জন্যই কলকাতায় শ্যুটিংয়ের জন্য এসেছিলেন অভিষেক ৷
advertisement

ফের আরও একবার মহানগরের বুকে আরও একটি সিনেমার জন্য শ্যুটিং করবেন জুনিয়র বচ্চন ৷  ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে শ্যুটিং ৷ বব বিশ্বাস টিম সূত্রে খবর, ময়দান, পঞ্চসায়র, পাটুলি ও বেনিয়াপুকুর- শহরের এই চার জায়গাতেই শ্যুট চলবে এই ১২-১৩ দিন ৷

”নমস্কার, আমি বব বিশ্বাস-একমিনিট”, এই সংলাপ শুনেই দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গিয়েছিল ৷ শুধু এই সংলাপে, ছোট ভূমিকাতেই বাজিমাত করেছিলেন অরিজিনাল বব বিশ্বাস শাশ্বত চট্টোপাধ্যায় । তাই বব বিশ্বাস ছবিতে নাম ভূমিকায় অভিষেক বচ্চন জানার পর থেকেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। কেন অভিনয় করছেন না সে ব্যাপারে শাশ্বত চট্টোপাধ্যায় কখনই সংবাদ মাধ্যমে মুখ খোলেননি ৷ তবে ফিল্মের কথা শুনে টিম বব বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Debapriya Dutta Majumdar

বাংলা খবর/ খবর/বিনোদন/
EXCLUSIVE: ফের শহরে শুটিংয়ে অভিষেক বচ্চন, নয়া অবতারে ‘বব বিশ্বাস’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল