TRENDING:

হাতজোড় করে আবদার বিগবস প্রতিযোগীর, গায়কের আবদারে শোরগোল নেটমহলে

Last Updated:

মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগবস ১৬ ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে শো - এর আরেকটি প্রোমো। প্রোমোতে দেখা গিয়েছে এক মিষ্টি গায়ককে। খুদে শিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই গায়ক। মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগবস ১৬ এর একটি প্রোমো ৷ শো-এর প্রোমোতে দেখা গিয়েছে তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক আবদু রোজিককে ৷ ১৯ বছরের এই মিষ্টি গায়কের গান মন কেড়েছে বহু মানুষের ৷ আবদুকে প্রোমোতে দেখে উৎসাহের ঝড় উঠেছে  নেটপাড়ায় ৷

প্রোমোতে এক মিষ্টি আবদার নিয়ে হাজির হয়েছেন আবদুর ৷ প্রোমোতে আবদুরকে  হাত জোর করে বিগবসের কাছে অনুরোধ করতে দেখা গিয়েছে ৷ মিষ্টি এই গায়ক বিগবসের কাছে জিম করার আর্জি রেখেছেন ৷ বলেছেন কিছু ওয়েট দিতে যাতে সে সকালবেলায় একটু জিম করতে পারে ৷

advertisement

আরও পড়ুন : কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার

এই মিষ্টি আর্জি নজর কেড়েছে নেটিজেনদের ৷ অনেকেই দাবি করেছেন  বিগবস ১৬ এর সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগী হলে আবদু ৷  বিগবসের এই প্রোমোতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন প্রতিযোগী শিল্পা সিন্দে ও রাখী সাওয়ান্ত ৷ বিগবসের গৃহে নিজেকে ছোটা ভাইজান বলে দাবি করেছেন আবদু ৷ অনেকেই তার উচ্চতার কারণে তাকে শিশু বলে ভুল করে কিন্তু ১৯ বছরের আবদু তার কন্ঠ ও মিষ্টতার জন্য অনেক আগে থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

আরও পড়ুন : নিওন বিকিনিতে চোখে ধাঁধা লাগাচ্ছেন পরিণীতি, 'উফ' মন্তব্য অনুরাগীদের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রোমোতে আবদুর সঙ্গে  পরিচালক সাজিদ খানকেও দেখা গিয়েছে ৷ এই মিষ্টি প্রোমো দেখে উৎসাহীত হয়েছেন আবদুর প্রেমীরা ৷ বিগবস ১৬-এ অংশগ্রহণ করেছেন  সাজিদ খান , টিনা দত্ত,  অঙ্কিত গুপ্ত , মায়া সিং-সহ ১ ৫জন জনপ্রিয় প্রতিযোগী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতজোড় করে আবদার বিগবস প্রতিযোগীর, গায়কের আবদারে শোরগোল নেটমহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল