TRENDING:

হাতজোড় করে আবদার বিগবস প্রতিযোগীর, গায়কের আবদারে শোরগোল নেটমহলে

Last Updated:

মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগবস ১৬ ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে শো - এর আরেকটি প্রোমো। প্রোমোতে দেখা গিয়েছে এক মিষ্টি গায়ককে। খুদে শিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই গায়ক। মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগবস ১৬ এর একটি প্রোমো ৷ শো-এর প্রোমোতে দেখা গিয়েছে তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক আবদু রোজিককে ৷ ১৯ বছরের এই মিষ্টি গায়কের গান মন কেড়েছে বহু মানুষের ৷ আবদুকে প্রোমোতে দেখে উৎসাহের ঝড় উঠেছে  নেটপাড়ায় ৷

প্রোমোতে এক মিষ্টি আবদার নিয়ে হাজির হয়েছেন আবদুর ৷ প্রোমোতে আবদুরকে  হাত জোর করে বিগবসের কাছে অনুরোধ করতে দেখা গিয়েছে ৷ মিষ্টি এই গায়ক বিগবসের কাছে জিম করার আর্জি রেখেছেন ৷ বলেছেন কিছু ওয়েট দিতে যাতে সে সকালবেলায় একটু জিম করতে পারে ৷

advertisement

আরও পড়ুন : কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার

এই মিষ্টি আর্জি নজর কেড়েছে নেটিজেনদের ৷ অনেকেই দাবি করেছেন  বিগবস ১৬ এর সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগী হলে আবদু ৷  বিগবসের এই প্রোমোতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন প্রতিযোগী শিল্পা সিন্দে ও রাখী সাওয়ান্ত ৷ বিগবসের গৃহে নিজেকে ছোটা ভাইজান বলে দাবি করেছেন আবদু ৷ অনেকেই তার উচ্চতার কারণে তাকে শিশু বলে ভুল করে কিন্তু ১৯ বছরের আবদু তার কন্ঠ ও মিষ্টতার জন্য অনেক আগে থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

আরও পড়ুন : নিওন বিকিনিতে চোখে ধাঁধা লাগাচ্ছেন পরিণীতি, 'উফ' মন্তব্য অনুরাগীদের

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

প্রোমোতে আবদুর সঙ্গে  পরিচালক সাজিদ খানকেও দেখা গিয়েছে ৷ এই মিষ্টি প্রোমো দেখে উৎসাহীত হয়েছেন আবদুর প্রেমীরা ৷ বিগবস ১৬-এ অংশগ্রহণ করেছেন  সাজিদ খান , টিনা দত্ত,  অঙ্কিত গুপ্ত , মায়া সিং-সহ ১ ৫জন জনপ্রিয় প্রতিযোগী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতজোড় করে আবদার বিগবস প্রতিযোগীর, গায়কের আবদারে শোরগোল নেটমহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল