TRENDING:

Aaradhya Bachchan : শ্বশুরবাড়ি যাওয়ার পথে কান্নাভেজা নবপরিণীতা মাসি, তাঁকে ও দিদাকে সান্ত্বনা আরাধ্যার

Last Updated:

সামাজিক মাধ্যমে নতুন করে ট্রেন্ডিং ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর মেয়ে আরাধ্যা (Aaradhya Bachchan) ৷ নেপথ্যে একটি পুরনো ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : সামাজিক মাধ্যমে নতুন করে ট্রেন্ডিং ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর মেয়ে আরাধ্যা (Aaradhya Bachchan) ৷ নেপথ্যে একটি পুরনো ছবি ৷ সেই ছবি ঐশ্বর্যার তুতো বোন শ্লোকা শেট্টীর বিয়ের ৷  চলতি বছরের শুরুতে শ্লোকার বিয়ে উপলক্ষে বেঙ্গালুরু গিয়েছিলেন অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যা ৷ যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা বিয়ের দায়িত্বে ছিল, তারা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে ৷ তার ক্যাপশনে লেখা, কীভাবে বিয়ের পর ‘বিদাই’-এর সময় আরাধ্যার মিষ্টি কণ্ঠ সান্ত্বনা দিয়েছিল নতুন কনে শ্লোকা ও তাঁর মাকে ৷
advertisement

বিয়ের পর শ্লোকা যখন রওনা হয়েছেন শ্বশুরবাড়ির পথে, তাঁর মা সুলতা শেট্টীকে সান্ত্বনা দেয় আরাধ্যা ৷ বলে, ‘‘কেঁদো না, আমি আছি তো!’’ সংস্থার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে,  মা বৃন্দার সঙ্গে ঐশ্বর্য দাঁড়িয়ে আছেন তাঁর প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের ছবির সামনে ৷ তুতো বোনের বিয়েতে ঐশ্বর্য ও ছোট্ট আরাধ্যা দুজনেই ছিলেন সনাতনী সাজে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

কাজের দিক দিয়ে ঐশ্বর্যকে শেষ বার দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘ফ্যানি খান’-এ ৷ ছবিতে তাঁর সহ-অভিনেতা ছি্লেন অনিল কপূর ও রাজকুমার রাও ৷ মণিরত্নমের পরবর্তী ছবি ‘পন্নিয়িন সেলভান’-এ অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্যকে ৷ অনুরাগ কশ্যপের ‘গুলাবজামুন’-এও অভিনয় করছেন তিনি, বিপরীতে থাকছেন অভিষেক বচ্চন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aaradhya Bachchan : শ্বশুরবাড়ি যাওয়ার পথে কান্নাভেজা নবপরিণীতা মাসি, তাঁকে ও দিদাকে সান্ত্বনা আরাধ্যার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল