কথা উঠেছিল অমিতাভ-রেখা প্রসঙ্গেই ৷ তার উত্তরে, বিগ বি জানালেন ‘বলিউডে এখন অনেক ভালো জুটি রয়েছে ৷ তাই নতুন জুটি নিয়ে দর্শকদের ভাবা উচিত ৷’ রেখা প্রসঙ্গকে এড়িয়ে বিগ বি, দীপিকা-রণবীর, আলিয়া-সিদ্ধার্থ, সোনম-ফাওয়াদের কথাও বলেন ৷ তবে নিজের নাতনির সিনেমা কেরিয়ার নিয়ে বলতে গেলেই, বিগ বি-র সোজা উত্তর, ‘আমি চাই আমার নাতনি আরাধ্যা আর শাহরুখের ছেলে আব্রামা ভবিষ্যতে একসঙ্গে জুটি বাঁধুক !’
advertisement
Location :
First Published :
January 04, 2016 2:30 PM IST