TRENDING:

রণবীর-দীপিকা নয়, সেরা জুটি আব্রাম-আরাধ্যা !

Last Updated:

ভবিষ্যতে নাকি এরকমটাই হতে চলেছে ৷ স্পেকুলেশন এল একেবারে বিগ বি-র মুখ থেকে ! ব্যাপারটা কি ? নতুন ছবি ‘ওয়াজির’-এর প্রোমোশনে মুম্বইয়ে এমন কথাটাই বললেন, অমিতাভ বচ্চন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভবিষ্যতে নাকি এরকমটাই হতে চলেছে ৷ স্পেকুলেশন এল একেবারে বিগ বি-র মুখ থেকে ! ব্যাপারটা কি ? নতুন ছবি ‘ওয়াজির’-এর প্রোমোশনে মুম্বইয়ে এমন কথাটাই বললেন, অমিতাভ বচ্চন ৷
advertisement

কথা উঠেছিল অমিতাভ-রেখা প্রসঙ্গেই ৷ তার উত্তরে, বিগ বি জানালেন ‘বলিউডে এখন অনেক ভালো জুটি রয়েছে ৷ তাই নতুন জুটি নিয়ে দর্শকদের ভাবা উচিত ৷’ রেখা প্রসঙ্গকে এড়িয়ে বিগ বি, দীপিকা-রণবীর, আলিয়া-সিদ্ধার্থ, সোনম-ফাওয়াদের কথাও বলেন ৷ তবে নিজের নাতনির সিনেমা কেরিয়ার নিয়ে বলতে গেলেই, বিগ বি-র সোজা উত্তর, ‘আমি চাই আমার নাতনি আরাধ্যা আর শাহরুখের ছেলে আব্রামা ভবিষ্যতে একসঙ্গে জুটি বাঁধুক !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর-দীপিকা নয়, সেরা জুটি আব্রাম-আরাধ্যা !