TRENDING:

লম্বা দাড়ি, মাথায় টুপি ! হিমাচলে কী করছেন আমির ?

Last Updated:

লুক চেঞ্জের ব্যাপারে বরাবরই আমির খান অন্যান্য বলিউড অভিনেতার থেকে অনেকটা এগিয়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লুক চেঞ্জের ব্যাপারে বরাবরই আমির খান অন্যান্য বলিউড অভিনেতার থেকে অনেকটা এগিয়ে ৷ যে কোনও চ্যালেঞ্জে সবার আগে যিনি এগিয়ে আসেন তিনিই আমির খান৷
advertisement

এবারও হল তাই ৷ নিজের নতুন ছবি ‘লাল সিং চড্ডা’র লুক নিয়ে একের পর এক এক্সপেরিমেন্টে ব্যস্ত আমির ৷ কখনও মাথায় পাগড়ি লাগিয়ে, তো কখনও দাঁড়ি লাগিয়ে, কলকাতা থেকে মুম্বই, দিল্লি থেকে জয়পুর, দেশের নানা শহরে তিনি দৌঁড়ে বেড়াচ্ছেন ছবির চরিত্র হয়ে ৷ আর এবার একেবারে নতুন লুকে ধরা দিলেন আমির ৷ তবে শহরে নয়, বরং হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি পরে নজর কাড়লেন আমির খান ৷

advertisement

ইতিমধ্যেই আমিরের এই ছবি ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে হিমাচল প্রদেশের মানুষজনের সঙ্গে সেলফিতে রয়েছেন আমির ৷

আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিটি টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ৷ ইতিমধ্যেই ছবির ষোলোয়ানা শ্যুটিং শেষ ৷ কিছু মাস আগে কলকাতাতেও এই ছবির শ্যুটিংয়ে এসেছিলেন আমির খান ৷ হাওড়া ব্রিজ ও উত্তর কলকাতার বেশ কিছু জায়গাতে আমিরকে শ্যুটিং করতে দেখা গিয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লম্বা দাড়ি, মাথায় টুপি ! হিমাচলে কী করছেন আমির ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল