দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই এখনও দারুণ সম্পর্ক আমিরের। সেই প্রথম প্রাক্তন স্ত্রী বেশ কষিয়ে সুপারস্টারের গালে চড় মেরেছিলেন। কী এমন হয়েছিল? কপিল শর্মার নেটফ্লিক্সের শোয়ে এসে সেকথা ফাঁস করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আরও পড়ুন: ‘সরি স্যর, বাই বাই’! চাকরি ছেড়ে বসের সামনে ঢাক-ঢোল পিটিয়ে নাচ কর্মীর, কারণ শুনলে মাথা ঘুরে যাবে
advertisement
আমির বলেন, ঘটনাটি ঘটেছিল তাঁর বড় ছেলে জুনেইদের জন্মের সময়। হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা। ভাল স্বামী হতে গিয়ে তাঁকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির। নিজেও তা করছিলেন। রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। তার বদলে পান থাপ্পড়। আমিরের গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, ‘এই সব বন্ধ কর!’
আরও পড়ুন: প্রথম ছবিতে ৫০০ কোটির ব্যবসা, তারপর? থ্রি ইডিয়টস-এর ‘সাইলেন্সর চতুর’ ওমি এখন কী করেন জানেন?
aআমির আরও বলেন, ‘রিনাজি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিলেন। এমনকী আমার হাতেও কামড়ে দিয়েছে’। অনেকেই হয়ত জানেন না, ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন বছর ২১-এর ঝকঝকে যুবক আমির। তাঁদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়। পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাঁদের দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান। রিনার সঙ্গে বিচ্ছেদের মাস কয়েক পরে কিরণ রাও-কে বিয়ে করেন আমির। সেটিও পরে ভেঙে যায়।