TRENDING:

প্রবল শোকে আমির! ডিস্ট্রিবিউটাররা ক্ষতিপূরণের টাকা দাবি করছে বলি নায়কের থেকে

Last Updated:

সূত্রের খবর, সারা দেশে ফিল্ম ডিস্ট্রিবিউটরদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হতে পারে তাঁকে। আমির এই ছবির সহ-প্রযোজক হিসেবে ছবিটির ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বছরের সব থেকে চর্চিত হিন্দি ছবি, আমির খান এবং করিনা কপূর খানের 'লাল সিং চড্ডা' মুখ থুবরে পড়ল বক্স অফিসে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, 'বয়কট লাল সিং চড্ডা' ট্রেন্ডের জন্য অনেকাংশেই ছবির ক্ষতি হয়েছে। তা ছাড়া ছবির মান নিয়েও প্রশ্ন উঠছে চারদিকে। দর্শকদের কাছে ছবি দেখার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও লাভ হয়নি কিছুই।
Aamir khan
Aamir khan
advertisement

মুক্তির পর চার দিন কেটে যাওয়ার পরেও আদভেইত চন্দন পরিচালিত ছবি নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। যদিও তৃতীয় দিনে ব্যবসা একটু বাড়লেও মোটের উপর লাভের মুখ দেখবে না এই ছবি, সে কথা স্পষ্ট। ছবির বাজেট ১৮০ কোটি টাকা। এখনও পর্যন্ত মাত্র ৩৭ কোটি টাকা ঝুলিতে এসেছে।

আরও পড়ুন: আমিরের 'লাল সিং চড্ডা'র পর হৃতিকের 'বিক্রম ভেদা'কে বয়কটের ডাক ট্যুইটারে

advertisement

এরই মাঝেই শোনা গেল, আমির নাকি ছবির ব্যর্থতার কারণে ভেঙে পড়েছেন। আমি এবং তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের এক ঘনিষ্ঠ বলেন, ''টম হ্যাঙ্কসের ইংরেজি ছবি 'ফরেস্ট গাম্প'-এর সেরা সংস্করণ হিসেবে এই ছবিটি বানানোর জন্য আমির সত্যিই কঠোর পরিশ্রম করেছিলেন। এই রকম প্রত্যাখ্যান তাঁকে খুবই।'' সূত্রের খবর, সারা দেশে ফিল্ম ডিস্ট্রিবিউটরদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হতে পারে তাঁকে। আমির এই ছবির সহ-প্রযোজক হিসেবে ছবিটির ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিয়েছেন।

advertisement

আরও পড়ুন: আমির, অক্ষয়, হৃতিকের পর এ বার নিশানায় রণবীর, 'ব্রহ্মাস্ত্র' বয়কটের ডাক ট্যুইটারে

ঘটনার সূত্রপাত পুরনো একটা সাক্ষাৎকার। ছবির প্রচারের মাঝে হঠাৎই সেই প্রসঙ্গ উঠে আসে। যেখানে আমির বলেছিলেন, দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগের সেই ভিডিওর জেরে ট্যুইটারে রব উঠেছে, 'বয়কট লাল সিং চড্ডা'। বিপাকে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রবল শোকে আমির! ডিস্ট্রিবিউটাররা ক্ষতিপূরণের টাকা দাবি করছে বলি নায়কের থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল