‘তারে জমিন পর’- মুক্তির পর দেখতে দেখতে কেটে গিয়েছে ১৬ বছর। পর্দার ছোট্ট ঈশান এখন যুবক। আমির খানও ব্যস্ত পরিবার এবং বিভিন্ন প্রোজেক্ট নিয়ে। মাঝে বেশ কয়েকবার আমির-দর্শিল প্রত্যাবর্তনের খবর শোনা গেলেও তার প্রথম ঝলক দেখা গেল এই প্রথম।
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দর্শিল। ‘তারে জমিন পর’-এর একটি দৃশ্যের কোলাজ করা বর্তমান আমির খানের সঙ্গে দর্শিল। ক্যাপশনে লেখা, ‘বুউউউম, ১৬ বছর, আমরা ফের একসঙ্গে, আবেগপূর্ণ? তা তো একটু বটেই, নতুন উদ্যমে? এক্কেবারে’’। আমিরকেই নিজের মেন্টর মনে করেন দর্শিল। পোস্টেও লিখেছেন সেকথা।
তাঁর কথায়, ‘‘আমার প্রিয় মেন্টরকে এই অভূতপূর্ব অনুভূতির জন্য ভালবাসা জানাই। ৪ দিন পরেই আসছে বড় খবর।’’ ছবিতে দেখা যাচ্ছে যুবক দর্শিলকে। সঙ্গে নীচের ছবিতে একগাল সাদা দাঁড়িতে আমির।
দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে আমির খান জানিয়েছিলেন, তাঁর পরবর্তী ছবি হবে ‘সিতারে জমিন পর’। যদিও এই ছবি এখনও আমির এর চেয়ে বেশি কিছু বলেননি।