তবে বিয়ের অনুষ্ঠানে সকলের নজর কেড়েছে বরের পোশাক। বিয়ে মানেই শেরওয়ানি, পাঞ্জাবী, ধুতি বা পাজামা দিয়ে বরকে সাজানো হয়। এই বিয়েতে তার উলটপুরাণ। কালো গেঞ্জি এবং হাফপ্যান্ট পরে ধুমধাম করে বিয়ে করতে ঢুকেছিলেন নূপুর। কিন্তু এমন সাজ কেন? নেপথ্যে বিশেষ কারণ।
advertisement
প্রচলিত ভাবে ঘোড়ার পিঠে বা ফুলে ফুলে সাজানো গাড়িতে নয়, ইরা খানের বর নুপূর বিয়ে করতে এলেন প্রায় ৮ কিলোমিটার জগিং করে৷ তিনি এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁকে ছলছল চোখে জড়িয়ে ধরেন আমির৷ তারপরে সাদর অভ্যর্থনা করে ভিতরে নিয়ে যান৷ নূপুর পেশায় আসলে ফিটনেস প্রশিক্ষক। আর তাই এই বিশেষ ছোঁয়া বিয়েতে।
আরও পড়ুন: এক প্রাক্তন স্ত্রীর সামনেই অন্য প্রাক্তনকে চুম্বন! মেয়ের বিয়েতে কিরণ-রীনার সঙ্গে আমিরের ভিডিও ভাইরাল
সেই পোশাকেই বিয়ে সারেন নূপুর। তবে তারপর বিয়ের রিসেপশন পার্টিতেই তাঁর পোশাক বদলে যায়। গাঢ় নীল রঙের শেরওয়ানি পাঞ্জাবীতে সেজে ওঠেন বর। কিন্তু এর মাঝে কী ঘটল? তা-ই ধরা পড়ল ক্যামেরায়। ইরার ধমকেই কি তবে পোশাক বদলে এলেন নূপুর?
ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ে সারার পর মাইক হাতে ইরা দর্শকদের বলছেন, ‘‘এবার ও স্নানে যাবে।’’ সঙ্গে সঙ্গে হাসির রোল ওঠে চারদিকে। ৮ কিমি জগিং করে ঘেমে নেয়ে বিয়ে করার পর এ তো অত্যাবশ্যক। তারপরেই স্বামীর দিকে তাকিয়ে ইরা বলেন, ‘‘গুডবাই’’। অর্থাৎ স্নান করতে যাওয়ার জন্য মজার ছলে স্বামীকে তাড়া দিলেন নববধূ।