Aamir Khan Kiran Rao Kiss: এক প্রাক্তন স্ত্রীর সামনেই অন্য প্রাক্তনকে চুম্বন! মেয়ের বিয়েতে কিরণ-রীনার সঙ্গে আমিরের ভিডিও ভাইরাল

Last Updated:

Aamir Khan Kiran Rao Kiss: সেই বিয়ের আসর থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বর-কনে ফ্যাকাসে, শিরোনাম দখল করেছেন ইরার বাবা, আমিরই। তাঁর ব্যক্তিগত জীবন আবারও চর্চায়। দুই স্ত্রীর স্বতঃস্ফূর্ত সহাবস্থান নিয়ে কটাক্ষ করা শুরু হয়েছে বলি তারকাকে।

কিরণকে চুম্বন আমিরের
কিরণকে চুম্বন আমিরের
মুম্বই: ৩ জানুয়ারি, সই সাবুদ করে নিজের দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখারেকে বিয়ে করলেন আমির খানের কন্যা ইরা খান৷ বিয়েতে উপস্থিত ছিলেন আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত তথা ইরার মা, আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং বর্তমানে যাঁকে নিয়ে গুঞ্জন সেই ফাতিমা সানা শেখও৷ উপস্থিত ছিলেন আমিরের পরিবারের বাকি সদস্যেরা৷
আর সেই বিয়ের আসর থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বর-কনে ফ্যাকাসে, শিরোনাম দখল করেছেন ইরার বাবা, আমিরই। তাঁর ব্যক্তিগত জীবন আবারও চর্চায়। দুই স্ত্রীর স্বতঃস্ফূর্ত সহাবস্থান নিয়ে কটাক্ষ করা শুরু হয়েছে বলি তারকাকে।
advertisement
advertisement
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে?
advertisement
মেয়ের বিয়েতে ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় প্রথম স্ত্রীর উপস্থিতিতেই দ্বিতীয় স্ত্রী কিরণের গালে চুমু খান আমির। এই চুম্বনের সময়ে কিরণের পাশে ছিল আজাদ, আমির-কিরণের ছেলে। প্রসঙ্গত, দুই স্ত্রীর সঙ্গেই বিবাহবিচ্ছেদ হয়েছে আমিরের। কোভিডের সময়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির। যদিও তাঁদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়নি। মাঝে মধ্যেই দু’জনকে একত্রে শ্যুটিং সেটে, বা ডিনার ডেটে দেখা গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan Kiran Rao Kiss: এক প্রাক্তন স্ত্রীর সামনেই অন্য প্রাক্তনকে চুম্বন! মেয়ের বিয়েতে কিরণ-রীনার সঙ্গে আমিরের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement