TRENDING:

Aamir Khan Dances at daughter Ira Khan Marriage: শ্বশুর হিসেবে একেবারেই রাশভারী নন, নাচে-গানে মেয়ের বিয়েতে আমির, প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও সামনে

Last Updated:

Ira Khan Marriage at Udaipur: মেয়ের বিয়েতে চুটিয়ে আনন্দ করলেন আমিরের, নাচ-গানও করলেন, পরলেন মেহেন্দি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: উদয়পুর মেয়ের বিয়ে নিয়ে মহা ব্যস্ত আমির৷ আপাতত গোটা পরিবার নিয়ে হইচই চলছে উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে৷ ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত পরিবারের সকলেই রয়েছেন সেখানে৷ আমিরের দুই পক্ষের প্রাক্তন স্ত্রীরাও রয়েছেন৷ একেবারে জমাটি আনন্দে মেতে খান ও শিখারে পরিবার৷
advertisement

আমির কন্যা ইরা খানের সঙ্গে বিয়ে হচ্ছে নুপূর শিখারের৷ সেলিব্রেটি ফিটনেস ট্রেনার নুপূর৷ তিনি আমিরকেও ট্রেন করাতেন৷ এই বিয়েতে খুবই খুশি সকলে৷ আপাতত চলেছে সঙ্গীত, মেহেন্দি ও বিয়ের অনুষ্ঠান৷ সেখানেই আমির ধরা দিয়েছেন একেবারে ফুরফুরে মুডে৷ কখনও তিনি নাচছেন তো কখনও গাইছেন৷

আরও পড়ুনShruti Das Celebrates Good Time: সুখবর, ৬মাস পার! স্বামী ‘বাবি’কে বিশেষ বার্তা অভিনেত্রী শ্রুতি দাসকে

advertisement

গোটা তাজ আরাভলি রিসর্ট বুক করা হয়েছে এই বিয়ের জন্য৷ রয়েছেন সেখানে ২৫০জন অতিথি৷ অতিথিদের অর্ভ্যথণার জন্য রাজস্থানি লোকসঙ্গীত গাওয়া হয়৷ সেখানে আমিরকে নাচতে দেখা যায়৷ তাঁর সঙ্গে ছিলেন কিরণ রাও৷ এরপর আমিরকে দেখাও গিয়েছে গান গাইতে৷ দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাও এবং তাঁর ছেলে আজাদও গান গাইলেন৷ বিশেষ করে তাঁর ছেলে আজাদ এই গান গাইলেন দিদি ইরার জন্য৷ সব মিলিয়ে দারুণ মুডে আমির৷ এমনকী মেয়ের সঙ্গে বসে মেহেন্দিও পরেন তিনি৷

advertisement

এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পাজামা পার্টি৷ রাতের পার্টিতে সকলে ছিলেন একেবারে রাতের পোশাকে৷ যা ছিল মূলত পাজামা এবং বর এবং তাঁর বন্ধুরা পরেছিলেন লুঙ্গি৷ সেই পরেই চলে নাচ৷ এটাই ছিল অনুষ্ঠানের ইউএসপি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপর ১৩ জানুয়ারি বিকেসির জিও সেন্টারে হবে আরও এক জমকালো অনুষ্ঠান৷ যেখানে উপস্থিত থাকবেন বলিউডে বহু তারকা৷ এর আগেও রেজিস্ট্রির অনুষ্ঠান হয় মুম্বইয়ের তাজ হোটেলে৷ সেখানেও উপস্থিত ছিলেন তাঁদের পারিবারিক বন্ধুরা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan Dances at daughter Ira Khan Marriage: শ্বশুর হিসেবে একেবারেই রাশভারী নন, নাচে-গানে মেয়ের বিয়েতে আমির, প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল