আমির কন্যা ইরা খানের সঙ্গে বিয়ে হচ্ছে নুপূর শিখারের৷ সেলিব্রেটি ফিটনেস ট্রেনার নুপূর৷ তিনি আমিরকেও ট্রেন করাতেন৷ এই বিয়েতে খুবই খুশি সকলে৷ আপাতত চলেছে সঙ্গীত, মেহেন্দি ও বিয়ের অনুষ্ঠান৷ সেখানেই আমির ধরা দিয়েছেন একেবারে ফুরফুরে মুডে৷ কখনও তিনি নাচছেন তো কখনও গাইছেন৷
advertisement
গোটা তাজ আরাভলি রিসর্ট বুক করা হয়েছে এই বিয়ের জন্য৷ রয়েছেন সেখানে ২৫০জন অতিথি৷ অতিথিদের অর্ভ্যথণার জন্য রাজস্থানি লোকসঙ্গীত গাওয়া হয়৷ সেখানে আমিরকে নাচতে দেখা যায়৷ তাঁর সঙ্গে ছিলেন কিরণ রাও৷ এরপর আমিরকে দেখাও গিয়েছে গান গাইতে৷ দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাও এবং তাঁর ছেলে আজাদও গান গাইলেন৷ বিশেষ করে তাঁর ছেলে আজাদ এই গান গাইলেন দিদি ইরার জন্য৷ সব মিলিয়ে দারুণ মুডে আমির৷ এমনকী মেয়ের সঙ্গে বসে মেহেন্দিও পরেন তিনি৷
এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পাজামা পার্টি৷ রাতের পার্টিতে সকলে ছিলেন একেবারে রাতের পোশাকে৷ যা ছিল মূলত পাজামা এবং বর এবং তাঁর বন্ধুরা পরেছিলেন লুঙ্গি৷ সেই পরেই চলে নাচ৷ এটাই ছিল অনুষ্ঠানের ইউএসপি!
এরপর ১৩ জানুয়ারি বিকেসির জিও সেন্টারে হবে আরও এক জমকালো অনুষ্ঠান৷ যেখানে উপস্থিত থাকবেন বলিউডে বহু তারকা৷ এর আগেও রেজিস্ট্রির অনুষ্ঠান হয় মুম্বইয়ের তাজ হোটেলে৷ সেখানেও উপস্থিত ছিলেন তাঁদের পারিবারিক বন্ধুরা৷