মীর মেয়েকে নিয়ে কিছুটা সময় কাটানো ও কফি খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ তিনি ছবিটি পোস্ট করেছিলেন ছবিটি গত ১৩ জানুয়ারি ৷ ছবির ক্যাপশান দিয়েছিলেন আঁখো কা তারা অর্থাৎ নয়নের মণি বা চোখের মণি ৷ তিনি মেয়ের কথা বোঝাতে চেয়েছেন এর মধ্যে কোনও সন্দেহ নেই ৷ সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট হওয়ার পরে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে গিয়েছে ৷ বন্ধু-বান্ধব বা প্রিয়জনেরা নানান মন্তব্য করেছেন ৷ তাঁরই মাঝে এক যুবক লিখেছেন 'স্যার আপনার মেয়ের মেয়ের ফোন নম্বরটা দেবেন ?
advertisement
এট্টু কথা বলবো' এর পরে একটি স্মাইলিও দিয়েছেন ৷ সাধারণত মেয়ের ফোন নম্বর চাইলে অনেক বাবাই রেগে যান বা বিরক্তি প্রকাশ করে থাকেন ৷ সেক্ষেত্রে মীর শুধুমাত্র লিখেছেন Sayak Ganguli sure তার আগে Please provide following তিনি মজার ছলে লিখেছেন সায়ককে জন্মের শংসাপত্র, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বাঁ ও ডান বুড়ো আঙুলের ছাপ, সাম্প্রতিক বিদ্যুতের বিল যা বাড়ির ঠিকানা প্রমাণ করবে, বিগত তিন বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসপোর্টের সামনের ও পিছনের দিক স্ক্যান করা, বিগত তিন বছরের আয়কর রিটার্ন ৷ এর সঙ্গে মীর লিখেছেন এই কটা ডকুমেন্ট পেলেই মীর ফোন নম্বরটি দিয়ে দেবেন ৷ এই উত্তরের মধ্যে নিজের রসবোধের পরিচয় দিয়েছেন মীর ৷ যার জন্যই আজ তিনি এত জনপ্রিয় ৷