TRENDING:

Amit Kumar birthday: অমিত কুমারের জন্মদিনে কলকাতায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'ফরএভার অমিত' 

Last Updated:

Amit Kumar birthday: অমিত কুমারের জন্মদিন উপলক্ষে ২ জুলাই, উত্তম মঞ্চে , সন্ধ্যা ৬টা থেকে আয়োজিত হয়েছে 'ফরএভার অমিত', গানে রূপঙ্কর বাগচী, সিধু, অনিন্দ্য বোস, চন্দ্রিমা ভট্টাচার্য্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অমিত কুমার সঙ্গীত জগতের এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী। কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার, রুমা গুহ ঠাকুরতার সন্তান অমিত কুমার। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যাঁয়’, ‘ইঁয়াদ আ রহি হ্যায়’, ‘জিনিসের দাম বেড়েছে’, ‘উঠে সাবকি কদম তারা রাম পাম পাম’, ‘যা পেয়েছি আমি তা চাই না’, ‘ইয়ে জমিন গা রহি হ্যায়’, ‘রোজ রোজ আখোঁ তলে’র মতো অনেক জনপ্রিয় গানের সাথে জড়িয়ে আছে অমিত কুমারের নাম। তাঁর জন্মদিন ৩ জুলাই।
অমিত কুমার।
অমিত কুমার।
advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরেই বিরাট-রোহিতদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা জয় শাহের

কিশোর কুমার মজা করে বলতেন, তাঁর ছেলে নাকি ওঁনার থেকে এক মাস, এক দিনের বড়! কাজ করেছেন ইন্ডাস্ট্রির প্রায় সব সুরকারদের সঙ্গে। সলিল চৌধুরী, শঙ্কর- জয়কিশন, মদন মোহন, রাহুল দেব বর্মণ, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, বাপ্পি লাহিড়ী থেকে জিৎ গাঙ্গুলী, প্রীতম চক্রবর্তী-একাদিক প্রজন্মের হিট গান রয়েছে তাঁর কণ্ঠে।

advertisement

অমিত কুমারের জন্মদিন উপলক্ষে ২ জুলাই, উত্তম মঞ্চে , সন্ধ্যা ৬টা থেকে আয়োজিত হয়েছে ‘ফরএভার অমিত’, গানে রূপঙ্কর বাগচী, সিধু, অনিন্দ্য বোস, চন্দ্রিমা ভট্টাচার্য্য। আয়োজনে অমিত কুমার ফ্যান ক্লাব। এই বছর আয়োজক সংস্থার কুড়ি বছর পূর্তি। অমিত কুমারের গানে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীত জগতের বহু বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন স্বয়ং অমিত কুমার এবং কিশোর কুমারের পরিবারের সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কলকাতা এই শহরের সাথে এক নিবিড় সম্পর্ক শিল্পী অমিত কুমারের। তাই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন এই শহরেই করা হয়েছে বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। খুশি অমিত কুমারের অনুরাগীরাও।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amit Kumar birthday: অমিত কুমারের জন্মদিনে কলকাতায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'ফরএভার অমিত' 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল