TRENDING:

নায়ক যখন শশী: রোমান্টিক, কমেডিয়ান, মেলোড্রামাটিক

Last Updated:

প্রয়াত হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শশী কাপুর ৷ সোমবার মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শশী কাপুর ৷ সোমবার মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেতা ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ ৷ গত তিন সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন শশী কাপুর ৷
advertisement

৬০ থেকে ৭০ দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন শশী কাপুর ৷ বক্স অফিসে একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি ৷ কেরিয়ারের প্রথম দিকে হিন্দি সিনেমার চকোলেট হিরো হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ তবে পরে নিজের ইমেজকে বদলে নিয়ে কখনও কমেডি, কখনও অ্যাকশন হিরো আবার আর্ট হাউজ সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল শশী কাপুরকে ৷

advertisement

সিনেমায় অভিনয় করার আগে থিয়েটারেই অভিনয় করতেন শশী কাপুর ৷ ইন্ডাস্ট্রিতে বলবীর নামেও পরিচিত ছিলেন তিনি ৷ জব জব ফুল খিলে, কন্যাদান, শর্মিলি, আ গলে লগ জা, রোটি কাপড়া অউর মাকান, চোর মচায়ে শোর, দিওয়ার, কভি কভি, ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

১৯৮৪ সালে স্ত্রী জেনেফারের মৃত্যুর পরই নিজেকে সিনেমা থেকে সরিয়ে নেন শশী ৷ দীর্ঘদিন ভুগেছেন একাকীত্বেও ৷ শশী কাপুরের মৃত্যুতে যেন শেষ হয়ে গেল বলিউডের এক উজ্জ্বল যুগের ৷ বলিউডের এই মহান অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত দেশের ফিল্মি জগত৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
নায়ক যখন শশী: রোমান্টিক, কমেডিয়ান, মেলোড্রামাটিক