কাজী নজরুল ইসলামের এই গান বিদ্রোহের কথা বলে। বিপ্লবের চেতনা জাগায়। নজরুল ভক্ত তথা সঙ্গীতপ্রেমীদের একাংশের অভিমত, গানের সেই মূল ভাবকেই বিকৃত করে ফেলেছেন রহমান। নেটিজনের অভিযোগ, গানটিকে না বুঝেই সেটির নতুন সংস্করণ তৈরি করে ফেলেছেন সঙ্গীত পরিচালক। কেউ কেউ আবার মনে করছেন, এমন একটি কালজয়ী কাজ নিয়ে যে কোনও ধরনের কাটাছেঁড়াই এক প্রকার অন্যায়। রহমানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে দর্শকদের একাংশ। গান বিকৃত করার অভিযোগে বিদ্ধ অস্কারজয়ী শিল্পী।
advertisement
আরও পড়ুন: রাজকে চিনতেই পারলেন না শুভশ্রী! কী এমন হল, চমকে যাওয়া মন্তব্য হবু মায়ের
আরও পড়ুন: মুক্তির আগেই হিট! ‘টাইগার ৩’-এর কত টিকিট বিক্রি হল, সংখ্যাটা জানলে অবাক হবেন
এ আর রহমানের তৈরি এই নতুন সংস্করণে গান গেয়েছেন একাধিক বাঙালি শিল্পি। রাহুল দত্ত তাঁদের মধ্যে একজন। গত ৮ নভেম্বর ফেসবুকে বলিউডে এই গানের মাধ্যমে হাতেখড়ির কথা জানিয়েছিলেন। তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য রহমানকেও ধন্যবাদ জানিয়েছিলেন গায়ক। সেই সময় শুভেচ্ছা বার্তার ঢল নেমে এলেও বর্তমানে কটাক্ষের শিকার বাঙালি গায়কও। বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমকে রাহুল জানান, গানটি রেকর্ড করার সময় এত কিছু ভাবার অবকাশ তিনি পাননি। রহমানের সঙ্গে কাজ করতে পেরেই উচ্ছ্বসিত ছিলেন গায়ক।
এ আর রহমানকে নিয়ে বিতর্ক আপাতত থামছে না। তবে এ বিষয়ে যদিও এখনও মন্তব্য করেননি শিল্পি। নিজের কথা কি অবশেষে বলবেন তিনি? এখন সেটাই দেখার।