তবে প্রেমে পড়লে আর মাথার ঠিক থাকে কই। জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়' -এ ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা। আর সেই ঊর্মির মন কাড়তে এক ভক্ত নিজের হাত কেটে রক্ত দিয়ে নাম লিখলেন অভিনেত্রীর। শুধু তাই নয় চাকু দিয়ে হাত কাটার ছবি এবং রক্তে লেখা নাম পোস্ট করেন ওই যুবক। এর পরেই বাঁধে গোল।
advertisement
অভিনেত্রী প্রথমে এই পোস্টটা দেখেননি। তাঁর এক বন্ধু তাঁকে দেখায়। এর পরেই রেগে গিয়ে ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে ওই ভক্তকে বোঝাবার চেষ্টা করেন অন্বেষা। কিন্তু ইনস্টা থেকে পোস্টটি আপত্তিজনক বলে ডিলিট করে দেওয়া হয়। এরপর অন্বেষা ফেসবুকে শেয়ার করেন পোস্টটি এবং লেখেন, " Please please না। না মানে না। এরম ভাবে নিজের হাত কেটে, নিজে কে কষ্ট দিয়ে পৃথিবীর কারুর জন্যই ভালোবাসা জাহির করতে যাবেন না। আমার বন্ধু আমায় msg টা দেখালো। আমি একদমই এই ধরনের msg কে নিজের প্রাপ্তি বলে মনে করি না। বরং আপনারা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের পাশে থাকলে, আমাদের চলার পথ টা সুন্দর হবে। আমি অনুরোধ করছি এই ভাবে নিজে কে কষ্ট দিয়ে কারুর জন্য ভালোবাসা জাহির করবেন না। নিজের কথা টা ভবুন।" এভাবেই ভক্তকে বোঝাবার চেষ্টা করেন নায়িকা।