১) সলমন ও ক্যাটরিনাকে নিয়ে গুঞ্জন কম নয় ৷ তার ওপর রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পড়ে ফের সলমন খান ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷ সেই পুরনো কেমেস্ট্রি, সেই পুরনো প্রেম ৷ টাইগার জিন্দা হ্যায় দেখা যায় তাই শুধু এই জুটির ওপর ভর করেই ৷
২) সলমন খান যে ছবিতে আছেন, সে ছবিকে অ্যাকশন প্যাকড হতেই হবে ৷ তার ওপর এই ছবি একেবারেই টাইগার জিন্দা হ্যায়ের সিকোয়েল ৷ সুতরাং অ্যাকশন তো থাকবেই ৷
advertisement
৩) ইতিমধ্যেই টাইগার জিন্দা হ্যায় ছবির গান জনপ্রিয় হয়ে উঠেছে ৷ সঙ্গীত পরিচালক বিশাল-শেখরের সুরে এই ছবির গান কিন্তু টাইগার জিন্দা হ্যায় ছবিকে আলাদা রূপ দিয়েছে ৷
৪) এই ছবিতে ক্যাটরিনা দেখুন হাঁ করে ৷ এত সুন্দর অন্য কোনও ছবিতে ক্যাটরিনাকে লেগেছে কিনা, তা ভেবে দেখা উচিত ৷ তাই এই ছবি দেখা যায় শুধু মাত্র ক্যাটরিনার জন্যই ৷
৫) গোটা ছবিটা শ্যুটিং হয়েছে দুবাইতে ৷ তাই দুবাইতে উপভোগ করতে দেখা যেতেই পারে সলমনের টাইগার জিন্দা হ্যায় ৷