শেষমেশ শুক্রবার মুক্তি পেতে চলেছে সলমনের টিউবলাইট ৷ ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে ভাই সোহেল খান ও চিনের অভিনেত্রী ঝুঝুকে ! তা কেন দেখবেন এই সলমনের টিউবলাইট !
১) টিউবলাইট দেখার একমাত্র কারণ হতে পারে সলমন খান ৷ বহুদিন ধরেই ছবি বাছাইয়ের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে সলমন নিজেকে ক্রমাগত বদলে ফেলছেন ৷ চরিত্রায়ণের দিক থেকেও সলমন খান নিজেকে বদলে ফেলছেন ৷ হিরোইজম দূর করে, এখন অনেক বেশি সাধারণ সলমন ৷ আর সলমনের এই সাধারণ রূপই বক্স অফিসে করছে বাজিমাত ৷
advertisement
২) ইন্দো-চিন যুদ্ধকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছে ‘টিউবলাইট’ ৷ বলিউডের পর্দায় যুদ্ধকে প্রেক্ষাপট তৈরি করে কোনও ছবিই সেভাবে তৈরি হয়নি ৷ তাই ভারত-চিন যুদ্ধ এই ছবির অন্যতম উপাদান হতেই পারে ৷
৩) সুলতান ছবির পর, কবীর খান পরিচালিত ছবি টিউবালইট ৷ কবীর খানের গল্প বলার শৈলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিউবলাইট দেখার ব্যাপারে ৷
৪) ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে টিউবলাইট ছবির গান ৷ প্রীতমের সুর কিন্তু এই ছবি থেকে পাওয়া বাড়তি আকর্ষণ হতেই পারে ৷
৫) ভাই সোহেল খানকে সঙ্গে নিয়ে পর্দায় সলমন খান ৷ সঙ্গে চিনের অভিনেত্রী ঝুঝু ৷ সব মিলিয়ে টিউবলাইট কিন্তু কৌতুহল বাড়িয়ে তুলতে যথেষ্ট৷