এইখানে সেই বিলাসবহুল বাসের কিছু অংশ দেখে নিন...
১) নিজেদের থাকার বাসভূমিকে আর্দি লুক দিতে চেয়েছেন অভিনেতা৷ তাই ফ্লোরটি একেবারেই রাস্ট বা ইটের রঙের৷ পুরো ঘর জুড়ে বোহেমিয়ান, মিনিমালিস্ট জিনিসপত্র দিয়ে একেবারেই মর্ডার্ণ লুক এসেছে৷ দেওয়াল জুড়ে আধুনিক রঙ, যেমন গ্রে, সাদা, আইভরি রয়েছে৷ আর ছোট ছোট আর্টওয়ার্ক দিয়ে সেজে উঠেছে ঘর৷
advertisement
২) আপনি যদি রাজকুমার রাওয়ের দেওয়াল সাজানো দেখতে চান, তবে তাঁর ওয়াল পেন্টিংগুলোর দিকেও নজর দিতে হব৷ রাও দক্ষতার সাথে সিঁড়ির পিছনের দেয়ালটিকে একটি সারগ্রাহী গ্যালারিতে রূপান্তরিত করেছেন। তাঁর বাড়িতে এমন ওয়ালপেপারও রয়েছে যা বিশেষভাবে সাজসজ্জার সঙ্গে ড্রামা তৈরি করে৷
৩) অভিনেতার বাড়ির ব্যালকনিখানা দেখার মতো৷ এইখানেই দম্পতি তাঁদের কোয়ালিটি টাইম কাটান৷ সেইখান রয়েছে একটি সাদা মার্বেলের টেবিল৷ একটা বড় দৈর্ঘের বুদ্ধ রাখা আছে সেখানে৷ ছোট ছোট গাছ দিয়ে সাজানো সেখানে৷ আর বৌদ্ধ ধর্মের ফ্ল্যাগ ঝোলানো সেখানে৷
৪) সুন্দর বাড়ির সাজসজ্জা তৈরি করার ক্ষেত্রে কোণ একটি বিশেষ বিষয়। রাওয়ের বাড়িতে শিল্পকর্মে ভরা এরকম বেশ কয়েকটি কোণ রয়েছে। বসার ঘরের এক কোণে সানগ্লাস পরা কুকুরের একটি অনন্য কাঠের ভাস্কর্য রয়েছে তার। অভিনেতার থিয়েটার থিম সহ প্রাণবন্ত চিত্রের সংগ্রহ রাজকুমার রাও এর বাসস্থানের আরেকটি উল্লেখযোগ্য দিক। তাঁর থাকার জায়গাটিতে একটি রঙিন গ্রিড সহ সাদা রঙের প্রাচীর রয়েছে যা তাঁর প্রিয় চলচ্চিত্রগুলির চরিত্র৷ কয়েকটি বিশেষ কোট দিয়ে অপর একটি আকর্ষণীয় উপায়ে দেয়াল সাজানোর দুর্দান্ত উপায় আপনিও পাবেন৷
অভ্যন্তরীণ নকশার ক্ষেত্রে, অভিনেতা তাঁর বাড়ির সাজসজ্জার পাশাপাশি আসবাবপত্র, শিল্পকর্ম এবং আনুষাঙ্গিকগুলির সঙ্গেও পরীক্ষা-নিরীক্ষা করেছেন৷