TRENDING:

Rajkummar Rao: নান্দনিক দেওয়াল, ফ্লোরে প্রকৃতির ছোঁয়া, বৌদ্ধ ধর্মের টান! রাজকুমার রাওয়ের বিলাসবহুল বাড়িটি দেখলে তাক লেগে যাবে

Last Updated:

Rajkummar Rao: অভ্যন্তরীণ নকশার ক্ষেত্রে, অভিনেতা তাঁর বাড়ির সাজসজ্জার পাশাপাশি আসবাবপত্র, শিল্পকর্ম, চোখ ফেরাতেই পারবেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজকুমার রাওকে (Rajkumar Rao) বলিউডের অন্যতম সিরিয়াস অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় (Rajkummar Rao on Budget 2022)। চলচ্চিত্র ছাড়াও, তিনি বিভিন্ন সামাজিক ইস্যুতে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বলিউডে অভিনয় করতে আসার সময়ও তিনি কোনও গডফাদারের হাত ধরে আসেননি৷ মুম্বইয়ের এক বিলাসবহুল বাড়িতে থাকেন রাজকুমার রাও, স্ত্রী পত্রলেখা এবং তাঁদের কুকুর গাগা৷ মুম্বইয়ের আন্ধেরীতে ওবেরয় স্প্রিংস বহুতলে তাঁদের ছোট্ট সংসারের বাস৷
advertisement

এইখানে সেই বিলাসবহুল বাসের কিছু অংশ দেখে নিন...

১) নিজেদের থাকার বাসভূমিকে আর্দি লুক দিতে চেয়েছেন অভিনেতা৷ তাই ফ্লোরটি একেবারেই রাস্ট বা ইটের রঙের৷ পুরো ঘর জুড়ে বোহেমিয়ান, মিনিমালিস্ট জিনিসপত্র দিয়ে একেবারেই মর্ডার্ণ লুক এসেছে৷ দেওয়াল জুড়ে আধুনিক রঙ, যেমন গ্রে, সাদা, আইভরি রয়েছে৷ আর ছোট ছোট আর্টওয়ার্ক দিয়ে সেজে উঠেছে ঘর৷

advertisement

২) আপনি যদি রাজকুমার রাওয়ের দেওয়াল সাজানো দেখতে চান, তবে তাঁর ওয়াল পেন্টিংগুলোর দিকেও নজর দিতে হব৷ রাও দক্ষতার সাথে সিঁড়ির পিছনের দেয়ালটিকে একটি সারগ্রাহী গ্যালারিতে রূপান্তরিত করেছেন। তাঁর বাড়িতে এমন ওয়ালপেপারও রয়েছে যা বিশেষভাবে সাজসজ্জার সঙ্গে ড্রামা তৈরি করে৷

৩) অভিনেতার বাড়ির ব্যালকনিখানা দেখার মতো৷ এইখানেই দম্পতি তাঁদের কোয়ালিটি টাইম কাটান৷ সেইখান রয়েছে একটি সাদা মার্বেলের টেবিল৷ একটা বড় দৈর্ঘের বুদ্ধ রাখা আছে সেখানে৷ ছোট ছোট গাছ দিয়ে সাজানো সেখানে৷ আর বৌদ্ধ ধর্মের ফ্ল্যাগ ঝোলানো সেখানে৷

advertisement

৪) সুন্দর বাড়ির সাজসজ্জা তৈরি করার ক্ষেত্রে কোণ একটি বিশেষ বিষয়। রাওয়ের বাড়িতে শিল্পকর্মে ভরা এরকম বেশ কয়েকটি কোণ রয়েছে। বসার ঘরের এক কোণে সানগ্লাস পরা কুকুরের একটি অনন্য কাঠের ভাস্কর্য রয়েছে তার। অভিনেতার থিয়েটার থিম সহ প্রাণবন্ত চিত্রের সংগ্রহ রাজকুমার রাও এর বাসস্থানের আরেকটি উল্লেখযোগ্য দিক। তাঁর থাকার জায়গাটিতে একটি রঙিন গ্রিড সহ সাদা রঙের প্রাচীর রয়েছে যা তাঁর প্রিয় চলচ্চিত্রগুলির চরিত্র৷ কয়েকটি বিশেষ কোট দিয়ে অপর একটি আকর্ষণীয় উপায়ে দেয়াল সাজানোর দুর্দান্ত উপায় আপনিও পাবেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অভ্যন্তরীণ নকশার ক্ষেত্রে, অভিনেতা তাঁর বাড়ির সাজসজ্জার পাশাপাশি আসবাবপত্র, শিল্পকর্ম এবং আনুষাঙ্গিকগুলির সঙ্গেও পরীক্ষা-নিরীক্ষা করেছেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajkummar Rao: নান্দনিক দেওয়াল, ফ্লোরে প্রকৃতির ছোঁয়া, বৌদ্ধ ধর্মের টান! রাজকুমার রাওয়ের বিলাসবহুল বাড়িটি দেখলে তাক লেগে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল