প্রত্যেক বছর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকেন। তবে এই বছর চিরাচরিত প্রথা মেনে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান উপস্থিত থাকতে পারছেন না। তবে সলমন খান, অনিল কাপুর, কমল হাসান সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?
চলতি বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে মোট ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ছবি। তবে শুধু ডেলিগেটস কার্ড বা মিডিয়ার কার্ড হোল্ডাররাই নন, যে কেউই কিন্তু এই সব ছবি সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে৷ তবে এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রয়েছে৷
ফিল্ম ফেস্টিভ্যালের এবছরের ক্যাচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ। এবছর নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও নবীনা, স্টার, রাধা স্টুডিও, সাউথ সিটি আইনক্স, প্রাচী সিনেমা, বিজলি, মিনার,অশোকা, মেনকা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১, ২, অজন্তা, মেট্রো, মানি স্কোয়ার, নিউ এম্পায়ার কোয়েস্ট মল, নবীনা সিনেমা হলে পুরোপুরি বিনামূল্যে দেখতে পাবেন৷ তবে সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে সিনেমা হলে৷ টিকিট কাউন্টার থেকে ফ্রি পাস সংগ্রহ করে সেই পাস দেখিয়েই সিনেমা দেখতে পারবেন সাধারণ দর্শক৷ এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে।